১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

EN

সরাইলের সাংবাদিক বাশারের ওপর হামলা

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৫:৩৬ অপরাহ্ণ , ২০ মার্চ ২০২১, শনিবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে

স্টাফ রিপোর্টার:ব্রাহ্মনবাড়িয়ার সরাইল উপজেলার পাকশিমুল ইউনিয়নে এক সংবাদকর্মীর উপর হামলার অভিযোগ পাওয়া গেছে।

সরাইল উপজেলার কালিশিমুল গ্রামে”কালিশিমুল উত্তর মহল্লা জামে মসজিদে গত ১৯ই মার্চ শুক্রবার জুম্মার নামাজ শেষে বাড়ি ফেরার পথে একই গ্রামের কিছু বখাটে ও মাদকাসক্ত যুবক অতর্কিতভাবে হামলা চালায়”হোয়াইট নিউজ টুয়েন্টিফোর ডটকম কম” এর সরাইল প্রতিনিধি মো.বাশার আহমেদের উপর।

আহত অবস্তায় বাশার কে সরাইল উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে তাকে চিকিৎসার দেওয়া হয়েছে। এই বিষয়ে সরাইল থানায় একটি সাধারন ডায়রি করা হয়।

থানার জিডি করার একদিন পর আজ শনিবার দুপুরে তার পরিবারের উপর আবারও হামলা করে কয়েকজনকে আহত করা হয়।

এই ঘটনার অভিযুক্তরা হলেন ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের কালিশিমুল গ্রামের উজ্জল মিয়া, আহাম্মদ শরীফের ছেলে রোবেল মিয়া, মৃত মারু মিয়ার ছেলে শামিম মিয়া,মৃত লিয়াকত আলীর ছেলে মাজেদ আলী

সরাইল থানার ওসি তদন্ত কবির হোসেন জানান, এই ঘটনার একটা সাধারণ ডায়রি (জিডি) করা হয়েছে। দ্রুত তদন্ত করে অপরাধীদের আটক করা হবে।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

আরও পড়ুন