ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগরে মাদকের ছড়াছড়ি
বার্তা সম্পাদক প্রকাশিত: ৩:৪৩ অপরাহ্ণ , ২০ মার্চ ২০২১, শনিবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে
মোঃনিয়ামুল আকন্ঞ্জি,স্টাফ রিপোর্টার: ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার বিভিন্ন ইউনিয়নে আবারও জমে উঠেছে মাদক ও ইয়াবা ব্যবসা। মাদক ব্যবসা কিছুদিন কম থাকলেও বর্তমানে উপজেলার বিভিন্ন ইউনিয়নে চলছে মাদক ও ইয়াবার ছড়াছড়ি। মরণ নেশা ইয়াবার পাশাপাশি রয়েছে গাঁজাও ফেনসিডিল।
সরেজমিনে গিয়ে জানা যায়, বিভিন্ন ইউনিয়নগুলোর মধ্যে
রয়েছে,চাতলপাড়,গোয়ালনগর,হরিপুর,ধরমন্ড,কুন্ডা ও ফান্দাউক ইউনিয়নে সবচেয়ে বেশী।সম্প্রতি গোয়ালনগর ইউনিয়নের কদমতলী গ্রামের নৌকার মাঝি মস্তু মিয়ার ইয়াবা সেবনের একটি ভিডিও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়েছে। ওই ঘটনায় মস্তু মিয়া তার লোকজন নিয়ে স্থানীয় এক যুবককে হত্যার হুমকি দিয়েছে। এ নিয়ে ওই যুবক নাসিরনগর থানায় একটি সাধারণ ডায়রি করেছে বলে জানা যায়।
আরও জানা যায়, নাসিরনগর ইউনিয়নগুলোতে সবচেয়ে বেশী ইয়াবা ও গাঁজার ব্যবসাটাই জমে উঠেছে। ব্যবসায়ীরা বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে এ সমস্ত মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে।
এলাকাবাসীরা বলেন, মাদক কারবারীদের দ্রুত আইনের আওতায় না আনলে এলাকার যুব সমাজে নেমে আসবে অন্ধকার। আর আইন শৃংখলাও নাসিরনগরে চরম অবনতি হয়েছে বলে জানান। সচেতন মহলের আশাবাদ প্রত্যাশার দাবী নিয়ে জানান, স্থানীয় সংসদ সদস্য, উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও উর্ধ্বতন কর্তৃপক্ষ বিষয়টি নজরে নিয়ে দ্রুত ব্যবস্থা নিলে বিষয়টি নির্মূল হবার প্রত্যয় ব্যক্ত করেন। নাহলে তাদের সমাজে বেপরোয়া হয়ে উঠবে ওই সমস্ত এলাকার মাদক ব্যবসায়ীরা।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিসুল হককে মুঠোফোনে মাদকের বিষয়ে জানতে চাইলে অভিযান চলছে বলে ফোন কেটে দেন।
আপনার মন্তব্য লিখুন