মেহজাবিন বলে বাবা, তাসফিয়া’র মৃত্যু বেদনাদায়ক!
বার্তা সম্পাদক প্রকাশিত: ৯:২১ অপরাহ্ণ , ১৯ মার্চ ২০২১, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে
মো. তাসলিম উদ্দিন /মানুষের প্রতি প্রিয়জনের এ টান, এ ভালোবাসা চিরায়ত ও শাশ্বত। তাই তো মানুষ কান্নায় ভেঙে পড়ে প্রিয়জন হারানোর শোকে। যে গৃহে কোনো মানুষ মারা যায়, সে গৃহে নেমে আসে শোকের মাতম, আহাজারি আর গগনবিদারী আর্তচিত্কার। মৃত্যু অবধারিত, একদিন মৃত্যুর কড়াল গ্রাস সবাইকেই গ্রাস করবে—এতে কেনো সন্দেহ নেই এবং এ থেকে বাঁচার কোনো উপায় নেই। কিন্তু অকালমৃত্যু ও অপ্রত্যাশিত মৃত্যু বড়ই বেদনাদায়ক।
‘কুল্লু নাফসিন যাইক্বাতুল মাউত’—সুরা আল ইমরান, আয়াত ১৮৫।উপরে পবিত্র কোরআনের একটি আয়াত উল্লেখ করা হয়েছে, যার অর্থ ‘প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ আস্বাদন করবে।’ ঐশী গ্রন্থ আল কোরআনের বাণী হলো সারা বিশ্বের প্রতিপালক, বিশ্বব্রহ্মাণ্ডের স্রষ্টা মহান আল্লাহ রাব্বুল আলামিনের বাণী। উপরোক্ত আয়াতে আল্লাহ পাক সুস্পষ্ট ঘোষণা দিয়েছেন মৃত্যু সম্পর্কে। যিনি আমাদের স্রষ্টা, তারই ঘোষণা এটা। মৃত্যু অনিবার্য, আজ হোক, কাল হোক মৃত্যুর শিকল বেড়ি আমাদের পরতেই হবে। কিন্তু এ কেমন মৃত্যু?শিশু কন্যা তাসফিয়াকে হত্যা করে লাশ ফেলে রাখা হলো বাশঁঝাড়ে !!
ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার সদর সৈয়দ টুলা গ্রামে
নোয়াহাটি এক শিশুকে হত্যা করে লাশ বাশঁঝাড়ে ফেলে দেওয়ার অভিযোগে তিনকে আটক করেছে পুলিশ। গতকাল আকটকৃত দুইজ স্বীকারোক্তিমূলক জবানবন্দি (১৬৪) দিয়েছে বলে সরাইল থানা সুত্রে জানান,
উপজেলার সৈয়দ টুলার আব্দুল কাদিরের শিশু কন্যা তাসফিয়ার(৯) হত্যা করার পর বাশঁঝাড়ের পিছনে পরিত্যক্ত স্হানে ফেলে যায়। এ ঘটনায় গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ ফেসবুকে ভাইরাল হলে নজর আসে মেহজাবিনে’র?মেহজাবিন বলে বাবা,তাসফিয়াকে মারল কেন? বাবা, মা’রে স্বর্ণের কানের দুলের জন্য নির্মম ভাবে হত্যা করা হয়েছে। মেহজাবিন বলে বাবা, কানের দুল পড়ে ছিল কানে সেই দুল নেওয়ার জন্য এমন কষ্ট দিয়ে মারলো কেন? বাবা এমন যদি হয় আমরা কি কানের দুল পড়বনা। মা’রে কানের দুল পড়তে হবে তবে তোমরা মা, বাবাকে না বলে ঘর থেকে বাহির হবেনা। একা বা পরিবারের সদস্য ছাড়া অচেনা মানুষের সাথে কোথায় যাবে না। মেহজাবিন বলে বাবা, আপনি বললেন সাবধানে চলাচল করতে। প্রতিটা মানুষ সাবধানে চলাফেরা করে। তবে বাবা তাসফিয়া ছিল তার ঘরে, সেই ঘর থেকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করে এনে বাড়ির পাশে লাশ বাশঁঝাাড়ে ফেলে রেখেছে। বাবা দেখ! ছবিতে তাসফিয়া সুয়ে আছে কি যেন বলছে। বাবা,
মৃত্যুর সময় তাসফিয়া অনেক কষ্ট পেয়েছে, জীবনের শেষ সময় মা-বাবাকে দেখার জন্যে আর্তনাদ করে, অনেক কেদেঁছে। আকাশে বাতাসে তাসফিয়ার কান্না, বেদনা কষ্টের কথা চড়িয়ে থাকবে ! বাবা আর কত শিশু হত্যা !! মা’রে তাসফিয়া হত্যার ঘটনায় পুলিশ তিন জনকে আটক করেছে। গতকাল আকটকৃত দুইজ স্বীকারোক্তি মূলক জবানবন্দি (১৬৪) দিয়েছে। পুলিশ এ ঘটনায় ন্যায় বিচারের জন্য কাজ করছেন। মা’রে তাসফিয়া আর ফিরে আসবেনা তবে যারা শিশু কন্যা তাসফিয়াকে হত্যা করেছে তাদের কঠিন শান্তির দাবী করেছে অনুষ্টিত সরাইল উপজেলা আইন- শৃংখলা সভায়। মেহজাবিন বলে বাবা, এমন দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত জনসমাজে যেন আর কোনো বাবাকে তার তাসফিয়াকে কে হারাতে না হয়।মা’র চোখের পানি যেন সারা জীবন কান্না কারণ না হয়!?
এ ব্যপারে সরাইল সার্কেল এর এ এসপি মোঃ আনিছুর রহমান বলেন, ঘটনাটি অত্যন্ত নির্মম ও হৃদয়বিদারক পুলিশ সর্বোচ্চ গুরুত্বের মাধ্যমে মামলাটি তদন্ত করা হচ্ছে। আপনারা জানেন এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।গতকাল দুইজন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। এ সময় এ এসপি আনিছুর রহমান আরও বলেন, শতভাগ ন্যায় বিচারের জন্যে পুলিশ চেষ্টা করে যাচ্ছ।
আপনার মন্তব্য লিখুন