বঙ্গবন্ধুর জন্মদিনে ব্যতিক্রমী বইয়ের উৎসব।।
বার্তা সম্পাদক প্রকাশিত: ২:৪৮ অপরাহ্ণ , ১৯ মার্চ ২০২১, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে
খোলা মাঠে শামিয়ানা টাঙিয়ে বিভিন্ন জায়গায় রাখা হয়েছে বই। সেখান থেকে নিজেদের পছন্দমতো বই বেছে নিচ্ছেন আগতরা। অনেকে নিজের বই রেখে দিচ্ছেন আরেকজনের জন্য।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ‘বঙ্গবন্ধু বই বিনিময় উৎসব-২০২১’ নামে এমন ব্যতিক্রমী আয়োজন করেছিলেন নীলফামারীর সৈয়দপুর শহরের কিছু তরুণ-তরুণী। আয়োজনে সহযোগী হিসেবে ছিল উপজেলা প্রশাসন।
বুধবার সৈয়দপুরের বিমানবন্দর সড়কের স্মৃতিসৌধ চত্বরে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত হওয়া এই উৎসবে অংশ নেন শহরের কয়েক শ মানুষ। এদের বড় অংশই ছিলেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী।
সকাল ১০টায় উৎসব উদ্বোধন করেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রাবেয়া আলীম।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোখছেদুল মোমিন, পৌরসভা মেয়র রাফিকা আকতার জাহান এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসিম আহমেদ।
আয়োজকদের একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রেজওয়ান হাবিব রাফসান বলেন, ‘বঙ্গবন্ধুর জীবন থেকে আমরা দেখেছি যে তিনি কতটা বই অনুরাগী ছিলেন, তার ব্যক্তিগত লাইব্রেরির সংগ্রহ ছিল অনেক সমৃদ্ধ। বছরের পর বছর তিনি কাটিয়েছিলেন কারাগারে, সেই নিঃসঙ্গ দিনগুলোতে তার সঙ্গী ছিল বই। আমরা মনে করি বইয়ের প্রচার মানেই বঙ্গবন্ধুর আদর্শের প্রচার।’
তিনি বলেন, ‘বই বিনিময়ের এই উৎসব করে আমরা বঙ্গবন্ধুর দেখানো পথেই হাঁটার চেষ্টা করেছি। প্রতি বছরই এই উৎসব আয়োজনের চেষ্টা থাকবে।’
আপনার মন্তব্য লিখুন