১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

EN

আজ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মদিন।।

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১২:৫৬ পূর্বাহ্ণ , ১৭ মার্চ ২০২১, বুধবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে

একটি কবিতা……

মুজিব নামের একটি ছেলে হয়তো ছিল শান্ত,
মনে মনে নীল আকাশের তারা খুঁজে আনত।
পাগলপারা হাজার তারা বাসত তাকে ভালো,
এই ছেলেটার দুচোখ জুড়ে ঢেলেছিল আলো।
মুজিব নামের সেই ছেলেটি যখন হলো বড়,
সূর্য এসে বলল তাকে, ‘শরীর তপ্ত কর। ’
তপ্ত হয়ে মনে-প্রাণে তারপরে কী করে?
এই ছেলেকে আটকে রাখা গেল না আর ঘরে।
মুজিব নামের সেই ছেলেটি ঘর ছেড়েছে ঠিকই,
বুকের ভেতর আগুন যেন করল ধিকিধিকি।
আগুন কেবল তার বুকে নয় ছড়িয়ে গেল আগুন,
বাংলাদেশের আকাশ জুড়ে আসবে এবার ফাগুন।
ফাগুন মানে বাঙালিদের স্বপ্নে ওড়াউড়ি
নীল আকাশে উড়িয়ে দেওয়া হাজার রঙের ঘুড়ি।
হঠাৎ মুজিব একাত্তরে শ্যামল মাটির টানে
মুক্তি নামের একটি সোনার বাটি কিনে আনে।
মুক্তি মানে স্বাধীনতা মুক্তি মানে পাখি
এই পাখিকে সারা জীবন বুকে পুষে রাখি।
শুভ জন্মদিন বাঙালির জাতির পিতা শুভ জন্মদিন।।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

আরও পড়ুন