১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

EN

সরাইলে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৯:২০ অপরাহ্ণ , ১৬ মার্চ ২০২১, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে

মোঃ তাসলিম উদ্দিন সরাইল( ব্রাহ্মণবাড়িয়া) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়”আউট অব স্কুল চিলল্ড্রেন ” ( পি,ই,ডি,পি-৪) বাস্তবায়ন বিষয়ক শিক্ষা কর্মসূচি”র উপজেলা পর্যায়ে বাস্তবায়নাধীন এস,ডি, আর, এস( নিক) এর উদ্যোগে উপজেলা প্রশাসন ও জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো ব্রাহ্মণবাড়িয়া সহযোগিতায় উপজেলা পর্যায়ে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ( ১৫ মার্চ) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলা পরিষদের মিলনায়তনে এ অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সরাইল উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল হক মৃদুলের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সরাইল উপজেলা পরিষদের চেয়ারমান মো. রফিক উদ্দিন ঠাকুর। জাকিউল ইসলাম সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, নিবেদন কমপ্লেক্স( নিক) এর সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার ড. মাসুদুল হক চৌধুরী, এস,ডি, আর,এস এর নির্বাহী পরিচালক গোলাম মোস্তফা, সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা ডা. মোঃ নোমান মিয়া, সরাইল সদর ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার, শাহবাজপুর ইউপি চেয়ারম্যান রাজিব আহমেদ রাজ্জি, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সহিদ খালেদ জামিল খান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ, উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল আজিজ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোছাঃ নাজমা বেগম,সরাইল উপজেলা রিপোর্টার্স ইউনিটি সাধারণ সম্পাদক মোঃ তাসলিম উদ্দিন,উপজেলা প্রাথমিক শিক্ষা সমিতির সভাপতি মো. আলম মাষ্টার প্রমুখ।কর্মশালায় উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও বেসরকারি উন্নয়ন সংস্থান প্রতিনিধিগণ অংশ গ্রহণ করেন।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

আরও পড়ুন