১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

EN

নেপালের রাষ্ট্রপতি মিসেস বিদ্যা দেবী ভাণ্ডারী মুজিববর্ষে আসছেন

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১০:০২ অপরাহ্ণ , ১৬ মার্চ ২০২১, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে

ডেস্ক রিপোর্টঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিতে নেপালের রাষ্ট্রপতি মিসেস বিদ্যা দেবী ভাণ্ডারী আগামী ২২-২৩ মার্চ বাংলাদেশে রাষ্ট্রীয় সফরে আসবেন। এটি হবে বাংলাদেশে নেপালের প্রথম রাষ্ট্রপতি পর্যায়ের সফর। ইতোপূর্বে ২০১৯ সালের নভেম্বরে মহামান্য রাষ্ট্রপতি নেপাল সফর করেছেন।

সোমবার (১৫ মার্চ) ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন এই কথা জানান। পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে যোগ দিতে নেপালের রাষ্ট্রপতির এই সফর বাংলাদেশের ও নেপালের জনগণের মধ্যকার ঘনিষ্ঠ বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রতিফলন।’

মন্ত্রী জানান, ঢাকায় অবতরণের পরপরই ভাণ্ডারী সাভারে জাতীয় স্মৃতিসৌধে যাবেন। বিকালে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করবেন। এরপরে তিনি জাতীয় প্যারেড গ্রাউন্ডে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে যোগদান করবেন। ওই অনুষ্ঠানে বাংলাদেশ ও নেপালের শিল্পীদের পরিবেশনায় একটি সাংস্কৃতিক পর্বেরও আয়োজন করা হয়েছে।

সন্ধ্যায় নেপালের রাষ্ট্রপতি বাংলাদেশের রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবেন এবং পারস্পরিক দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন। উভয় রাষ্ট্রপতির উপস্থিতিতে দুই পক্ষের মধ্যে বেশ কয়েকটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে বলে আশা প্রকাশ করেন পররাষ্ট্রমন্ত্রী।

পররাষ্ট্র জানান, পররাষ্ট্র মন্ত্রণালয় এই বিষয়ে নেপালের পররাষ্ট্র মন্ত্রণালয় ও দূতাবাসের সঙ্গে ঘনিষ্টভাবে কাজ করে যাচ্ছে। সমঝোতা স্মারক সমূহ স্বাক্ষরিত হলে, দুই দেশের মধ্যে পর্যটন খাত, সাংস্কৃতিক যোগাযোগ ও বাণিজ্যিক সম্পর্ক জোরদার হবে।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

আরও পড়ুন