১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

EN

সরাইল মোটরসাইকেলের ধাক্কায় ৭ বছরের শিশুর মৃত্যু।।

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১২:৪৯ পূর্বাহ্ণ , ১৫ মার্চ ২০২১, সোমবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি।। ব্রাহ্মণবাড়িয়া ঢাকা-সিলেট মহাসড়কে মোটরসাইকেলের ধাক্কায় ইশান(৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (১৪ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের বেড়তলা মহিলা মাদ্রাসার সামনে এ ঘটনা ঘটে।

নিহত ইশান পানিশ্বর ইউনিয়নের বেড়তলাশেখ বাড়ির মুহাম্মদ আলীর ছেলে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, ইশান আজকে তার দাদার সাথে আত্মীয়ের বাড়ির দাওয়াত খেতে গিয়েছিল । বাড়িতে ফেরার পথে রাস্তার পাড়াপাড়ের সময় হঠাৎ দ্রুত গতিতে আসা একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে শিশুটি গুরুতর জখম হয়। এ সময় তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া ২৫০শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মির্জা মুহাম্মদ সাঈফ তাকে মৃত ঘোষণা করে। এই ঘটনার পর ঘাতক মোটরসাইকেল ও চালক পালিয়ে যায়।

ইশানের বাবা মুহাম্মদ আলী বলেন, বিশ্বরোড থেকে আশুগঞ্জ অভিমুখী একটি মোটরসাইকেলটি হঠাৎ এসে ইশানকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। পরে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছে।

খাঁটিহাতা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী শাখাওয়াত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সড়ক দুর্ঘটনায় একটি শিশুর মৃত্যু খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। হাসপাতাল সূত্রে জানতে পারি, শিশুটিকে পরিবারের লোকেরা বাড়িতে নিয়ে গেছে।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

আরও পড়ুন