১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

EN

আজ আশুগঞ্জের আওয়ামীলীগের বর্ষিয়ান নেতা আমিনুল ইসলাম ভুঁইয়ার ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী॥

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১২:৫৭ পূর্বাহ্ণ , ১৪ মার্চ ২০২১, রবিবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে

নিজস্ব প্রতিবেদক॥ আজ (১৪) মার্চ রবিবার আশুগঞ্জ উপজেলা আওয়ামীলীগের বর্ষিয়ান নেতা আমিনুল ইসলাম ভূঁইয়ার ৬ষ্ঠ মৃত্যু বাষির্কী। ২০১৫ সালে ১৪ মার্চ তিনি ঢাকায় চিকিৎসাধীণ অবস্থায় মৃত্যু বরণ করেছিলেন। মৃত্যুর আগর্পযন্ত তিনি ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের একজন নিবেদিত প্রাণ ও বঙ্গবন্ধুর আদর্শের বীর সৈনিক। এ ছাড়া বাংলাদেশ আওয়ামী লীগের একজন নিবেদিত প্রাণ ও আশুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, আশির দশকে ব্রাহ্মণবাড়িয়ার জনপ্রিয় ছাত্রনেতা ও জেলা যুবলীগের সহ-সভাপতি ছিলেন। ত্যাগী ও পরীক্ষিত এই নেতার আদর্শ ছিল আওয়ামী লীগ নবীন নেতা-কর্মীদের অনুপ্রেরণা।
আশুগঞ্জ উপজেলার আড়াইসিধা গ্রামের ভূঁইয়া পাড়া সাহেব বাড়ির বাসিন্দা ছিলেন আমিনুল ইসলাম ভূঁইয়া। মৃত্যুর পর উনার দাফন সম্পন্ন হয় ভূইয়া পাড়ার পারিবারিক কবরস্থানে। মৃত্যুকালে স্ত্রী, দুই ছেলে, দুই মেয়েসহ অসংখ্য কর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।
আমিনুল ইসলাম ভূঁইয়ার ৬ষ্ঠ মৃত্যু বার্ষিকী উপলক্ষে পরিবারের পক্ষ থেকে উনার আত্বার মাগফেরাত কামনা করে সবার নিকট দোয়া প্রার্থনা করেছেন মরহুমের পরিবারের সদস্যরা।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

আরও পড়ুন