শ্রীকাইল গোল্ড কাপ T-20 ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে সাহেদাগোপকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ভূতাইল
বার্তা সম্পাদক প্রকাশিত: ১২:৫৯ পূর্বাহ্ণ , ১২ মার্চ ২০২১, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে
এম কে আই জাবেদ, মুরাদনগর (কুমিল্লা):কুমিল্লার মুরাদনগর উপজেলার শ্রীকাইল যুব সমাজ কর্তৃক আয়োজিত গোল্ড কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার দুপুরে শ্রীকাইল সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত তুমুল উত্তেজনাকর ফাইনাল শ্বারুদ্ধকর ম্যাচে সাহেদাগোপ ক্রিকেট দলকে মাত্র ১ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ভূতাইল ক্রিকেট দল।
ফাইনাল খেলায় সাহেদাগোপ ক্রিকেট দল প্রথমে ব্যাট করতে নেমে সবকটি উইকেট হারিয়ে ১৭৩ রানের স্কোর সংগ্রহ করেন। ভূতাইল ক্রিকেট দল জয়ের জন্য নির্ধারিত ২০ ওভারে ১৭৪ রানে লক্ষে ব্যাট করতে নেমে শেষ পর্যন্ত চরম নাটকীয়তা ও উত্তেজনাকর ম্যাচে ১৯.৪ বলে ৯ উইকেট পতনের পর জয়ের লক্ষে পৌছে যায়। ম্যান অফ দ্যা ফাইনাল হয়েছে বিজয়ী দলের DJ রনি। ফাইনাল খেলায় আম্পায়ারের দায়িত্ব পালন করেন ওমর ফারুক সিটু এবং আলমগীর বেগ রাসেল।
শ্রীকাইল গোল্ডকাপ ফাইনাল খেলা উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ মোসলেহ উদ্দিন মাস্টার, প্রধান অতিথি ছিলেন শ্রীকাইল সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিয়া গোলাম সারোয়ার।
এম কে আই জাবেদ এর সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও খেলায় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন শ্রীকাইল ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, শ্রীকাইল সরকারি কলেজের প্রভাষক কামরুল হাসান মিকাইল, শ্রীকাইল কে কে উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মোঃ নাছির উদ্দিন, শ্রীকাইল গ্রামের কবরস্থান উন্নয়ন কমিটির সভাপতি আব্দুল আউয়াল সওদাগর, এনামুল হক, আব্দুর রহিম বেগ, মোঃ ফরিদ মিয়া, সহিদুল ইসলাম বাবু, রফিকুল ইসলাম বেগ, বিশ্বজিৎ চক্রবর্তী জিসু, মনিরুল হক কানন, মোঃ বাছির মিয়া, শ্রীকাইল ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুল কুদ্দুস, সহ-সভাপতি নূরে আলম জিকু, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আলম সরকার কমল, সাংগঠনিক সম্পাদক মোমেন ইকবাল,
ভূতাইল গ্রামের মোঃ আনুয়ার হোসেন আনু মেম্বার, আমির হোসেন, মোঃ লিটন, সুমন মীর, সাহেদাগোপ গোামের আলী আজগর মেম্বার, রাকিব উদ্দিন, মোঃ ইসলাম মেম্বার মোঃ জালাল উদ্দিন, চন্দনাইল গ্রামের সফিকুল ইসলাম, মোহাম্মদপুর গ্রামের নিজামুল হক মাস্টার, শ্রীকাইল গ্রামের আমিরুল হক, মোঃ কাজল, হাবিবুর রহমানসহ এলাকার বিভিন্ন জন উপস্থিত ছিলেন।
ফাইনালে চ্যাম্পিয়ন ভূতাইল ক্রিকেট দলের ম্যানেজার নাজমুল হোসেন লিটন বিজয় উল্লাস করে বলেন এই জয় সমগ্র ভূতাইলবাসীর জয়। ভূতাইল দলের প্রধান সমন্বয়কারী সাজ্জাদ হোসেন জানান, তাদের দলের এই বিজয়ে সকল খেলোয়ারদের অবদান ছিল। এই টুর্নামেন্টের শুরু থেকে ফাইনাল পর্যন্ত ভাল খেলে বিজয়ী হওয়ায় সবাইকে অভিনন্দন জানিয়েছেন।
অপরদিকে সাহেদাগোপ দলের ম্যানেজার খেলায় পরাজয়ের একাদিক কারন রয়েছে বলে জানান।
আপনার মন্তব্য লিখুন