১৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

EN

অটোরিকশা চালক সেজে ছিনতাই: অন্তঃসত্ত্বা মহিলার পেটে লাথি, বাচ্চা নষ্টের অভিযোগ।।

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১২:২১ পূর্বাহ্ণ , ১২ মার্চ ২০২১, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি।। ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় অন্তঃসত্ত্বা মহিলাকে অটোরিকশা চালক সেজে ছিনতাইয়ের পর মারধর করার অভিযোগ উঠেছে।

অভিযুক্ত অটোরিকশা চালক রনি মিয়ার বিরুদ্ধে ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় লাইলা বেগম নামের অন্তঃসত্ত্বা ওই মহিলার পেটে নাথি দিয়ে বাচ্চা নষ্ট করার অভিযোগ করেন৷

গতকাল বুধবার(১০ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে অটোরিকশা চালকের সাথে ভাড়া নিয়ে তর্কাতর্কি পর এ ঘটনা ঘটে।

আহত লাইলী বেগম কসবা উপজেলার ২নং শাহপুর ইউনিয়নের গুরিয়াপুর পশ্চিম পাড়ার কামাল হোসেনের স্ত্রী।

পরিবার সূত্রে জানা যায়, গতকাল লাইলী বেগম তার ভাবী রাবেয়া ও রুনাকে নিয়ে কসবার গৌপিনাথপুর এক আত্মীর বাসায় দাওয়াতে যান। সন্ধ্যার দিকে বাড়িতে ফেরার পথে বাড়ির সামনে লাইলীর সাথে ওই অটোরিকশা চালক রনির ভাড়া কমবেশি নিয়ে কথা-কাটাকাটি হয়। ওই ঘটনাকে কেন্দ্র করে অটোরিকশা চালক রনি, লাইলীসহ সবাইকে মারধর করেন। পরে লাইলীর লাথি দিলে অজ্ঞান হয়ে পড়ে যান৷ এ সুযোগে গলার চেইন নিয়ে পালিয়ে যায় রনি।

তারপর আহত অবস্থায় লাইলীকে উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে বৃহস্পতিবার বিকেলে ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের গাইনী বিভাগে ভর্তি করা হয়।

হাসপাতালে লাইলা বেগমের সাথে কথা বলে জানা যায়, লাইলী দুইমাসের অন্তঃসত্ত্বা ছিলেন। লাথির কারনে তার অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে। যার ফলে তার বাচ্চা নষ্ট হয়েছে বলে অভিযোগ করেন। তিনি রনির সঠিক বিচারের দাবি জানান।

এব্যাপারে জানতে চাইলে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আলমগীর ভূঞা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রনি অটোরিকশা চালক সেজে বিভিন্ন যায়গায় ছিনতাই করতেন৷ আজকে তার বিরুদ্ধে এক মহিলাকে মারধর ও গলার চেইন নিয়ে যাওয়ার অভিযোগ পেয়েছি৷ তদন্ত চলছে, অভিযুক্ত আসামীকে ধরার চেষ্টা অব্যাহত আছে৷ পরবর্তীতে বিস্তারিত জানতে পারবেন।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

আরও পড়ুন