বাঙালির অধিকার প্রতিষ্ঠা করতে বঙ্গবন্ধু আজীবন সংগ্রাম করে গেছেন এমপি শিউলি আজাদ
বার্তা সম্পাদক প্রকাশিত: ১০:০৫ পূর্বাহ্ণ , ১০ মার্চ ২০২১, বুধবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে
মোঃ তাসলিম উদ্দিন সরাইল(ব্রাহ্মণবাড়িয়া) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলার জনগণের অর্থনৈতিক ও রাজনৈতিক মুক্তির জন্য আন্দোলন ও সংগ্রাম করেছেন। তিনি বাঙালি জাতিকে দারিদ্র্য ও বৈষম্য থেকে মুক্ত করার জন্য আজীবন সংগ্রাম করে গেছেন।বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলার মানুষকে গভীরভাবে ভালোবাসতেন।
বাঙালির অধিকার প্রতিষ্ঠায় বঙ্গবন্ধু বারবার কারাবরণ, জেল-জুলুম, মামলার শিকার হয়েছেন। তবে কোনও কিছুর পরোয়া না করে জাতির অধিকার প্রতিষ্ঠায় বঙ্গবন্ধু আজীবন সংগ্রাম করেগেছেন।
গত রবিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধা সমাবেশ, আলোচনা সভা ও সাংস্কৃতি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে (ব্রাহ্মণবাড়িয়া -৩১২) সংরক্ষিত আসনের এমপি উম্মে ফাতেমা নাজমা বেগম (শিউলি আজাদ) তিনিএসব কথা বলেন। সভার আয়োজন করে উপজেলা প্রশাসন। সরাইল উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুল হক মৃদুলে’র সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,সরাইল উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ফারজানা প্রিয়াঙ্কা, উপজেলা পরিষদ ভাইস- চেয়ারম্যান মোঃ আবু হানিফ,উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা.মো. নোমান মিয়া,উপজেলা আওয়ামীলীগের আহবায়ক কমিটির আহবায়ক এ্যাডঃ নাজমুল হোসেন, সরাইল সরকারি কলেজের অধ্যক্ষ মৃধা আহমেদুল কামাল, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, সরাইল উপজেলা রিপোর্টার্স ইউনিটি সাধারণ সম্পাদক মোঃ তাসলিম উদ্দিন।
এসময় নারী সাংসদ আরো বলেন,বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণের নেপথ্যেও ছিলেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব। তাঁরই অনুপ্রেরণায় বঙ্গবন্ধুর হৃদয় থেকে উৎসারিত যে অলিখিত ভাষণ প্রদান করেছিলেন তা ছিল স্বাধীনতার ডাক। তিনি বলেন,বাঙালি জাতির সুদীর্ঘ স্বাধিকার আন্দোলনের প্রতিটি পদক্ষেপে তিনি বঙ্গবন্ধুকে সক্রিয় সহযোগিতা করেছেন।
এমপি বলেন,রাজনৈতিক কর্মীদের সাথে তাঁর একাত্মতা ও এক সাথে কাজ করার লক্ষ্যই ছিল বাঙালির অধিকার প্রতিষ্ঠা সংগ্রাম,বাঙালি জাতির মুক্তির সংগ্রাম।শিউলি আজাদ এমপি বলেন, বঙ্গবন্ধু তাঁর স্বপ্নপূরণ করে যেতে পারেননি। কিন্তু অনার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ অদম্য গতিতে এগিয়ে চলছে। দেশের মানুষ শান্তিতে বসবাস করছে।
আপনার মন্তব্য লিখুন