১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

EN

বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষনই ছিল বাঙ্গালীর মুক্তির পথ, এএসপি আনিছুর রহমান

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১:৪৮ অপরাহ্ণ , ১০ মার্চ ২০২১, বুধবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে

মোঃ তাসলিম উদ্দিন সরাইল( ব্রাহ্মণবাড়িয়া) আজকের দিনটি অনেক আনন্দের ও গৌরবের দিন। এ দিনটিতে পঞ্চাশ বছর আগে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষনই ছিল বাঙ্গালী জাতির মুক্তির পথ। মহান মুক্তিযুদ্ধ ও তার পূর্ববর্তী সকল গণতান্ত্রিক আন্দোলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে সমগ্র জাতি একসূত্রে গ্রথিত হয়েছিল। এর ফলে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের সৃষ্টি হয়। সরাইল সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ আনিছুর রহমান সরাইল থানা পুলিশের উদ্যোগে ঐতিহাসিক ৭ মার্চ উদযাপনের আলোচনা সভায় সভাপতি’র বক্তব্যে এসব কথা বলেন।রোববার(৭ মার্চ) বিকালে থানা কমপ্লেক্স চত্বরে কেক কেটে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, (ব্রাহ্মণবাড়িয়া -৩১২) সংরক্ষিত আসনের এমপি উম্মে ফাতেমা নাজমা বেগম (শিউলি আজাদ)। এ সময় আরো উপস্থিত ছিলেন,সরাইল- আশুগঞ্জ এলাকার সাবেক সংসদ সদস্য এ্যাডঃ জিয়াউল হক মৃধা,উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রফিক উদ্দিন ঠাকুর, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আরিফুল হক মৃদুল, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ আবু হানিফ, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ রোকেয়া বেগম,সরাইল উপজেলা আওয়ামীলীগের আহবায়ক এ্যাডঃ নাজমুল হোসেন, সরাইল থানা অফিসার ইনচার্জ এ এম এম নাজমুল আহমেদ, সরাইল উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. মোঃ নোমান মিয়া, সদর ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ ইসমত আলী, সাবেক উপজেলা ডিপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ আনোয়ার হোসেন, সরাইল উপজেলা রিপোর্টার্স ইউনিটি সাধারণ সম্পাদক মোঃ তাসলিম উদ্দিন,প্রমুখ। সিনিয়র সহকারী পুলিশ সুপার বলেন,আজকের এ দিনটি বাংলাদেশ ও বাঙালিদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। বঙ্গবন্ধুর এ ভাষণটি ছোট্ট থেকে যতবারই শুনি- অনুভূতি একইরকম লাগে। এটি একটি ঐতিহাসিক দলিল।এ দলিল শুনতে হবে তা বাস্তবায়ন করতে হবে। ৭ই মার্চের ভাষণটি যতবার শুনেছি ও আবৃত্তি করেছি গর্বে বুকটা ভরে যেত।
সার্কেল এএসপি আনিছুর রহমান বলেন, আজ ঐতিহাসিক ৭ই মার্চ এই দিনে তৎকালীন রেসকোর্স (সোহরাওয়ার্দী ময়দানে) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশাল জনসমুদ্রের মাঝে দাঁড়িয়ে মুক্তিযুদ্ধের চূড়ান্ত প্রস্তুতি স্বাধীনতা ডাক দিয়েছিলেন,এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম!
তিনি বলেন,বঙ্গবন্ধুর একক নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে। তারই ধারাবাহিকতায় বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধি লাভ করছে। পৃথিবীর আর কেউ এমন গৌরব অর্জন করতে পারেননি। উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে বাংলাদেশ পুলিশের প্রতিটি সদস্য সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে কাজ করে যাচ্ছে।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

আরও পড়ুন