ব্রাহ্মনবাড়িয়া সরাইলে ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপিত ।।
বার্তা সম্পাদক প্রকাশিত: ৩:৩৮ অপরাহ্ণ , ৭ মার্চ ২০২১, রবিবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে
মোঃ তাসলিম উদ্দিন সরাইল( ব্রাহ্মণবাড়িয়া) ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইলেতে নানা আয়োজনের মধ্যে দিয়ে ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনও সরকারি- আধা সলকারি, বেসরকারি, প্রতিষ্টানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে।
আজ(৭ মার্চ) সকালে সরাইল উপজেলা পরিষদ চত্বরে সামনে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করা হয় । পরে সেখানে বঙ্গবন্ধুর রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। রবিবার সকাল দশটায় উপজেলা পরিষদ মিলনায়তনে প্রশাসনের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা সমাবেশ, আলোচনা সভা ও সাংস্কৃতি অনুষ্ঠানে সরাইল উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুল হক মৃদুলে’র সভাপতিত্বে প্রধান অতিথিছিলেন,(ব্রাহ্মণবাড়িয়া -৩১২) সংরক্ষিত আসনের এমপি উম্মে ফাতেমা নাজমা বেগম (শিউলি আজাদ),বক্তব্য রাখেন,সরাইল উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ফারজানা প্রিয়াঙ্কা, উপজেলা পরিষদ ভাইস- চেয়ারম্যান মোঃ আবু হানিফ,উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা.মো. নোমান মিয়া,উপজেলা আওয়ামীলীগের আহবায়ক কমিটির আহবায়ক এ্যাডঃ নাজমুল হোসেন, সরাইল সরকারি কলেজের অধ্যক্ষ মৃধা আহমেদুল কামাল, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, উপজেলা শিক্ষা অফিসার আব্দুল আজিজ,উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ সুমন,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসা. ফাতেমা বেগম, মোঃ মোস্তাফিজুর রহমান, সঞ্জীব কুমার দেবনাত প্রমুখ। আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সঞ্চালনা করেন,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সহিদ খালেদ জামিল খান,
এদিকে একই সময়ে ঐতিহাসিক ৭ই মার্চ ২০২১ উদযাপন উপলক্ষে সরাইল উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের উদ্যোগে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ ও আলোচনা সভা হয়েছে। উক্ত অনুষ্টানে সরাইল উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ ইসমত আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, সরাইল উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রফিক উদ্দিন ঠাকুর, বিশেষ অতিথি ছিলেন,উপজেলা পরিষদ মহিলা ভাইস- চেয়ারম্যান মোছাঃ রোকেয়া বেগম, বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আব্দুল রাশেদ, সদর ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার,মোঃ মাহফুজ আলী ও মোঃ ইকবাল হোসেনর সঞ্চালনায় বক্তব্য রাখেন, সরাইল উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ আনোয়ার হোসেন, বীর মুক্তিযুদ্ধা আরব আলী, সৈয়দ নজরুল ইসলাম, মোঃ কায়কোবাদ, সিজার ও রনি সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। সরাইল উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের উদ্যোগে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ ও আলোচনা সভা চলাকালে সরাইল উপজেলার ইউএনও মোঃ আরিফুল হক মৃদুল উপস্থিত হয়ে বক্তব্য রাখেন।
আপনার মন্তব্য লিখুন