১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

EN

কোয়াক মুক্ত দন্ত চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করণের দাবী নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় ওয়ার্ড ডেন্টিস ডে পালিত

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১১:৫৯ অপরাহ্ণ , ৬ মার্চ ২০২১, শনিবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে

মোঃনিয়ামুল আকন্ঞ্জি,স্টাফ রিপোর্টার :বিডিএস ডিগ্রী বিহীন ও কোয়াক মুক্ত দন্ত চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করণের দাবী নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় ওয়ার্ড ডেন্টিস ডে পালিত হয়েছে। এ উপলক্ষ্যে শনিবার সকালে জেলা ডেন্টাল সার্জন এশোসিয়েশন ও ডেন্টাল সোসাইটির যৌথ আয়োজনে র‌্যালী ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে ডেন্টাল সার্জন এশোসিয়েশন ব্রাহ্মণবাড়িয়ার সভাপতি ডাক্তার এম, এ মনসুরের সভাপতিত্বে বক্তব্য রাখেন ডেন্টাল সোসাইটি ব্রাহ্মণবাড়িয়ার সভাপতি ডাক্তার মেজবাহ উদ্দিন চৌধুরী, ডেন্টাল সার্জন এশোসিয়েশনের সহসভাপতি খবির উদ্দিন, নাজমুল হাসান চৌধুরী প্রমূখ। এ সময় বক্তারা বলেন, দন্ত চিকিৎসা মানবজীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। কিন্তু বহু হাতুড়ি ডেন্টিস্ট রয়েছে যারা অনায়াসে অবৈধভাবে দন্ত চিকিৎসা করে যাচ্ছে। এতে সাধারণ মানুষকে শারীরিকভাবে ক্ষতিগ্রস্থ হতে হচ্ছে। তাই কোয়াকরা যাতে দন্ত চিকিসা করতে না পারে সেজন্য তারা সরকারের হস্তক্ষেপ কামনা করেন। এর আগে একটি র‌্যালী শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

আরও পড়ুন