নিজ’কে নিজ গুনে পরিবর্তন করতে হবে !!
বার্তা সম্পাদক প্রকাশিত: ২:৩৭ অপরাহ্ণ , ৫ মার্চ ২০২১, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে
মোঃ তাসলিম উদ্দিন সরাইল(ব্রাহ্মণবাড়িয়া)নিজে কোরআনের তরজমা বাংলা না জানলেও সংগ্রহ করেছিঃ পবিত্র কোরআনের সূরা রাদের ১১ নম্বর আয়াতে আল্লাহ তালা কোন জাতি তথা নিজেকে পরিবর্তন করার উপায় বলেছেন- নিশ্চয় আল্লাহ কোন জাতির বর্তমান অবস্থার পরিবর্তন করেন না তারা নিজেরা নিজেদের অবস্থা পরিবর্তন না করা পর্যন্ত। এই আয়াতের মাধ্যমে স্পষ্ট হয়ে যায় প্রত্যেকেই নিজেকে পরিবর্তন করতে চাইলে এবং সে অনুযায়ি কর্মপন্থা নির্ধারন করলে তাকে আল্লাহ নিজে সহযোগিতা করেন।মানুষের সঙ্গে মনের একটি সম্পর্ক রয়েছে। আর মনের ওপর মানুষের মানসিকতা নির্ভর করে। এ জন্য অনেক সময় বলা হয়ে থাকে ভালো মনের মানুষ আর মন্দ মনের মানুষ। ভালো মন ভালো মানসিকতা তৈরি করে আর মন্দ মন মন্দ মানসিকতার জন্ম দেয়। একজন ভালো মন ও মানসিকতার “মানুষের বড়ই প্রয়োজন আমি বা আপনি !
অনেকেই অনেক ভাবে বলে যায়,আলোকিত মানুষ তৈরি মানে ভালো মন ও মানসিকতার মানুষ তৈরি করে তাদের মধ্যে দেশপ্রেম ও মানবিক মূল্যবোধ সৃষ্টি করা। আর এটা যদি করা সম্ভব হয় তবে দেশের কাজে ও উন্নয়নে নিজেকে সম্পৃক্ত রেখে সমাজ ও দেশকে ইতিবাচকভাবে বদলানো সম্ভব। নিচু জনগোষ্ঠীর লোক হিসেবে বিবেচনা করে তার শৈশবের শিক্ষার ক্ষেত্রে বৈষম্য সৃষ্টি না করা। এ ধরনের মানসিকতা কখনও কল্যাণকর হতে পারে না। নিজেকে নিয়ে ভাবতে হবে এবং প্রতিজ্ঞা করতে হবে যে আমি নিজেকে পরিবর্তন করতে চাই। পরিবর্তন করতে হবে প্রতিটি ছোট ছোট ভুলের এবং সবকিছু ভালবাসা ঢেলে সম্পন্ন করতে হবে, “এমনকি এক গ্লাস পানি পানে যদি ভুল থাকে তাহলে এই পানি পানে যত্নশীল হতে হবে”ছোট ছোট পরিবর্তনের মাধ্যমেই আমাদের ব্যক্তি জীবনের উন্নতি হবে আর ব্যক্তি জীবনের এই পরিবর্তনের মাধ্যমেই সমাজের পরিবর্তন হবে। যা নিজেকে আগে পরিবর্তন করতে হবে?
আপনার মন্তব্য লিখুন