১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

EN

ঢাকা আইনজীবী সমিতির সদস্য পদে নির্বাচিত হলেন মুরাদনগরের এডঃ তাছলিমা আক্তার

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১০:২৬ অপরাহ্ণ , ৫ মার্চ ২০২১, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে

এম কে আই জাবেদ, মুরাদনগর (কুমিল্লা):ঢাকা আইনজীবী সমিতি নির্বাচনে সদস্য পদে নির্বাচিত হয়েছেন এড্যাবোকেট মোছাঃ তাছলিমা আক্তার। গত ২৬ ফেব্রুয়ারি ঢাকা আইনজীবী সমিতি প্রধান নির্বাচন কমিশনার মোঃ আব্দুল্লাহ আবু ২০২১-২২ ইং কমিটি নির্বাচনের চুড়ান্ত ফলাফল প্রকাশ করেন। এতে ঢাকা জজ কোর্টের আইনজীবী এড: তাছলিমা আক্তার বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সমর্থিত নীল প্যানেল থেকে একমাত্র নারী নির্বাহী কমিটির সদস্য পদে (ব্যালট ক্রমিক নং ১৮) নিয়ে ৩৮৩৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তিনি ২০০৮ সালে বার কাউন্সিল থেকে আইনজীবী সনদ লাভ করে ঢাকা জজ কোর্টে আইন পেশায় কাজ শুরু করেন। কুমিল্লার মুরাদনগর উপজেলার শ্রীকাইল ইউনিয়নের ভূতাইল গ্রামের মোঃ ইমাম উদ্দিনের মেয়ে।

এডঃ তাছলিমা আক্তার পল্টন থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক আইন বিষয়ক সম্পাদক পদে ছিলেন। স্বামীর নাম ইঞ্জিনিয়ার মোঃ জামাল হোসেন, তাদের পরিবারে ১ ছেলে ও ১ মেয়ে সন্তান রয়েছে।

ঢাকা আইনজীবী সমিতির নির্বাচিত সদস্য এডঃ তাছলিমা আক্তার কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন: ঢাকা বারের সকল বিজ্ঞ সিনিয়র আইনজীবী, বন্ধুগণ যাহারা আমাকে আপনাদের মূল্যবান ভোট প্রদান করে সম্মানিত করেছেন এবং যাহারা আমার নির্বাচন পরিচালনায় সহযোগিতা করেছেন তাহাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ। সবাই আমাকে সহযোগিতা করে নির্বাচিত করার জন্য।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

আরও পড়ুন