আজ ঐতিহাসিক ৩রা মার্চ।।
বার্তা সম্পাদক প্রকাশিত: ১২:০০ পূর্বাহ্ণ , ৪ মার্চ ২০২১, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে
১৯৭১ সনের ৩রা মার্চ পল্টন ময়দানের বিশাল জনসভায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উপস্হিতিতে স্বাধীন বাংলা কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদ কর্তৃক স্বাধীনতার ইশতেহার পাঠ করা হয়। স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠার দৃপ্ত শপথ গ্রহণ করেন বঙ্গবন্ধুর চার খলিফা বলে খ্যাত স্বাধীন বাংলা কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পারিষদের চার নেতা জনাব নূরে আলম সিদ্দিকী, জনাব শাহজাহান সিরাজ, জনাব আ স ম আবদুর রব ও জনাব আবদুল কুদ্দুস মাখন। এই ইশতেহারেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের সর্বাধিনায়ক হিসাবে ঘোষণা প্রদান করা হয়। এই জনসভায় আমাদের জাতীয় পতাকা ও জাতীয় সঙ্গীত নির্ধারণ করে ঘোষণা দেয়া হয় এবং এই জনসভার এক প্রস্তাবে বঙ্গবন্ধু শেখ মুজিবকে জাতির জনক হিসাবে উপাধি দেওয়া হয়।
স্বাধীন বাংলা কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদ কর্তৃক স্বাধীনতার ইশতেহার পাঠের পর পল্টনের এই বিশাল জনসভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অহিংস অসহযোগ আন্দোলনের ডাক দেন। উল্লেখ্য, সেই বিশাল জনসভায় উপস্হিত থাকার সৌভাগ্য আমার হয়েছিল।
স্বাধীন বাংলা কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদ আমাদের গর্বের ইতিহাস, স্বাধীনতার অহংকার। মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে গভীর শ্রদ্ধায় স্মরণ করছি ৭১ এর ৩রা মার্চের এই গর্বের ইতিহাসকে।
বিনম্র শ্রদ্ধা ও গভীর ভালবাসায় স্মরণ করি এই গর্বিত ইতিহাসের স্রষ্টা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে।
আপনার মন্তব্য লিখুন