১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

EN

মাদক বিরোধী অভিযানে ৫ জন আটক ও কারাদণ্ড।।

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১০:৫৪ পূর্বাহ্ণ , ২ মার্চ ২০২১, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে

গত ২৫/০২/২০২১ খ্রিঃ তারিখ ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে মাদকবিরোধী মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে ২০০ গ্রাম গাঁজাসহ সেবনের দায়ে ০৩ জনকে আটক পূর্বক বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়।
এবং২৬/০২/২০২১ খ্রিঃ তারিখ ব্রাহ্মণবাড়িয়ার সদর এবং সরাইল থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ২০ কেজি গাঁজা উদ্ধার করে ০২ জনকে আটক পূর্বক সদর এবং সরাইল থানায় ০২ টি নিয়মিত মামলা দায়ের করা হয়।
আটকৃতরা হলোঃ
১| মোঃ মাজহারুল (২৩) পিতা- মোঃ আলমগীর হাওলাদার সাং- ছোট বাইজদা থানা- বাহেরচর জেলা- পটুয়াখালী।
২| রাছেল মিয়া(২০) পিতা- জুম্মু মিয়া সাং- সেজামুড়া থানা- বিজয়নগর জেলা- ব্রাহ্মণবাড়িয়া।
৩| তাছলিমা আক্তার(৩০) স্বামী- মোঃ বাচ্চু মিয়া সাং- বাবুপুর থানা- ত্রিশাল জেলা- ময়মনসিংহ।
৪| মোঃ এখলাস মিয়া(৩৫) পিতা- মৃত সিরাজ মিয়া সাং- গনিপুর থানা- হবিগঞ্জ সদর জেলা- হবিগঞ্জ।
৫| মোঃ বাবু মিয়া পিতা- মৃত দুলাল মিয়া সাং- কাশিনগর থানা- বিজয়নগর জেলা- ব্রাহ্মণবাড়িয়া।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

আরও পড়ুন