সন্তানহীন নারীর গল্পকথা!
বার্তা সম্পাদক প্রকাশিত: ১১:০৬ অপরাহ্ণ , ১ মার্চ ২০২১, সোমবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে
সমাজে ‘নারী’ একটি শ্রেষ্ঠ অলংকার! নারী বিহীন সমাজ কল্পনা করাও অপরাধ। নারী আছে বলেই পৃথিবী এতো সুন্দর। নারীকে ঘিরেই পুরুষদের এতো আয়োজন! একজন নারী সমাজের চোখে কখনো কন্যা, কখনো বোন, কখনো স্ত্রী, কখনো মা আবার কখনো দাদী! সবগুলো সম্পর্ক’ই একটি নারীর জীবনে অঙ্গাঙ্গিভাবে জড়িত। নারীর সম্পর্কগুলোর মধ্যে ‘মা’ হবার বিষয়টি একদম আলাদা। স্বয়ং আল্লাহ্ ছাড়া এব্যপারে কারো হাত নেই!
বর্তমান প্রেক্ষাপটে শতকরা ৩% (সম্ভবত) নারী ‘মা’ হতে অর্থাৎ সন্তান জন্ম দিতে ব্যর্থ হচ্ছেন। আমাদের সমাজ এ ব্যপারটিকে চাইলেই সহজভাবে নিতে পারতো কিন্তু সেটা নেয়নি। একটি নারী বিয়ের পর মা হবার জন্য সর্বোচ্চ প্রত্যাশা নিয়ে থাকে কিন্তু সৃষ্টিকর্তার ইচ্ছা ব্যতিত মা হবার ক্ষমতা কারো নেই। মা হতে না পারার যে বুকফাটা কষ্ট সেটা একমাত্র সেই নারীই জানে। নারীটির বুকে যে চাপা কষ্ট বিদ্যমান সেটির ভাগীদার হবার তো দূরের কথা সমাজের বিশ্রী মানুষগুলো তাঁকে যা ইচ্ছে তাই বলে আঁড়ালে গালিগালাজ করে। যা এটি মোটেও ঠিক নয়!
অতি সামান্য পুরুষ আছে যারা এই সন্তানহীন নারীকে সম্মান করে, বুকের মাঝে আজীবন আগলে রাখার প্রতিশ্রুতি প্রদান করে। একাধিক দাম্পত্য জীবনে কলহ লেগেই আছে সন্তান জন্ম দেবার ব্যর্থতার কারণে! আমাদের সুশীল সমাজ ও পুরুষগণ চাইলে এই সন্তানহীন নারীগুলোকে শ্রদ্ধা, সম্মান ও ভালোবাসা দিয়ে আগলে রাখতে পারে। মা হতে না পারার যন্ত্রণা, কষ্ট থেকে রেহায় দিতে পারে।
সন্তানহীন জীবন অতিবাহিত করাও একটি ভাগ্যের ব্যপার। এ ভাগ্য সকলের জীবনে আসে না। যাদের সন্তান নেই দেখবেন আল্লাহ্ তায়ালা তাঁদের অন্য দিক থেকে বেশ সুখ-শান্তি প্রদান করেছে। যেসব নারী সন্তানহীন তাঁদের অর্থ, সম্পদের পরিমাণ অনেক বেশি (প্রমানিত)!
‘মা’ হতে না পেরে যেসব নারী পরিত্যক্তা বা ডিভোর্সি হয়েছেন তাঁদের জীবনসঙ্গী হওয়া একটি মানবিক ও মহৎ কাজ! তাঁদের জীবন সঙ্গী হয়ে দেখুন আপনাকে তাঁর প্রাণের চেয়েও বেশি ভালোবাসবে। আসুন সমাজটাকে পরিবর্তন করি। সন্তানহীন নারীগুলোকে সম্মান করি, ভালোবাসি!
‘
সাজু আহমেদ, জয়পুরহাট
More info: m.me/sajuahmed41 or Saju Ahmed
আপনার মন্তব্য লিখুন