১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

EN

ব্রাহ্মনবাড়িয়া সরাইলের ঐতিহ্যবাহী হাঁসলি মোরগ লড়াই।।

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৯:০৪ অপরাহ্ণ , ২৭ ফেব্রুয়ারি ২০২১, শনিবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে

মোঃ তাসলিম উদ্দিন সরাইল( ব্রাহ্মণবাড়িয়া) আজ ২৭( ফেব্রুয়ারি ) সকাল দশটা থেকে ব্রাহ্মণবাড়িয়া সরাইলে ঐতিহ্যবাহী হাঁসলি মোরগ লড়াই উপজেলার সুর্যমুখী আসঁলি মোরগ উন্নয়ন সংগঠনের আয়োজনে সদর উচালিয়াপাড়ায় এ মোরগ লড়াই চলবে দুপুর একটা পযর্ন্ত।অনুষ্ঠান অনুষ্টিত হয়েছে। জানাযায়,মোঘল আমল থেকে এ অঞ্চলে মোরগ লড়াই চালু হয় বলে জানা যায়। বিশেষ করে সরাইলের দেওয়ানদেরও প্রত্যক্ষ সহযোগিতায় মোরগ লড়াই এ অঞ্চলে বিশেষ তাৎপর্য লাভ করে। দুটি মোরগের মধ্যে অনুষ্ঠিত লড়াইয়ের মোরগের নখগুলোকে চোখা তী্ন করা হয়। যতণ না পর্যন্ত একটি মোরগ পরাজিত হচ্ছে ততক্ষণ পর্যন্ত লড়াই চলতে থাকে সরাইলের দেওয়ান মনোয়ার আলী সুদূর ইরান থেকে মতান্তরে রায়বেরিলি থেকে এক প্রকার যুদ্ববাজ মোরগ এদেশে আনয়ান করেন। এ ধরনের মোরগ বা আসলি মোরগ নামে সবাই চেনে। অত্যন্ত দুর্ধর্ষ হিসেবে এদের সুনাম আছে।এ মোরগ গুলো যুদ্বের সময় যে কায়দায় মার দেয় এগুলোর আলাদা নাম আছে। যেমন নিম, করি, বাড়ি, ফাক, ছুট ‌ও কর্ণার। হাসলি মোরগের বৈশিষ্ট হচ্ছে এগুলোর পা লম্বা। পাশাপাশি দেহ, গলা সবই লম্বা প্রকৃতির। এগুলোর দেহে পালক কম থাকে। নখগুলো বিশেষ বৈশিষ্ট মন্ডিত। হাসলি মোরগ যে গুলোয় গলায় পালক থাকে না সেগুলো অত্যন্ত জেদী যোদ্বা থাকে। এগুলো পরাজয় বরণে পিছু হটেনা। শেষ পর্যন্ত যুদ্ব চালিয়ে যায়। শনিবার সরাইল উপজেলা উচালিয়াপাড়া মোরগ লড়াইয়ে অংশ গ্রহন করেন সিলেটের জেলার সাত জোড়া মোরগ ও সরাইলে অত্যন্ত দুর্ধর্ষ সাত জোড়া মোরগের মাঝে লড়াই অনুষ্টিত হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, সিলেট ইউনাইটেড আঁসলি মোরগ ক্লাবের প্রতিনিধি মোঃ আজিজ ও সরাইল সুর্যমুখি আঁসলি মোরগ উন্নয়ন সংগঠনের মোঃ খোকন রসমত ও মোঃ জসিম রসমত,আরো ছিলেন, মোঃ সেলিম খন্দকার, মোঃ সায়েদুল, আবুল হোসেন, এলাকার উৎসব জনতা।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

আরও পড়ুন