ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার নির্বাচন, প্রতিটি ভোট কেন্দ্রে পৌঁছে দেয়া হয়েছে নির্বচনী সামগ্রী
বার্তা সম্পাদক প্রকাশিত: ৮:৫১ অপরাহ্ণ , ২৭ ফেব্রুয়ারি ২০২১, শনিবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ রবিবার ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা নির্বাচন। ৫ম ধাপে এই পৌরসভায় এবারই প্রথম ইভিএমের মাধ্যমে ভোটগ্রহনের আয়োজন করা হয়েছে। নির্বাচন অনুষ্ঠানে শনিবার বিভিন্ন ভোটকেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছে দেয়া হয়েছে। নিয়াজ মুহাম্মদ স্কুল থেকে ইভিএম মেশিনসহ যাবতীয় নির্বাচনী সরাঞ্জাম স্বস্ব কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তাদের দায়িত্বে কড়া নিরাপত্তায় ৪৮ টি ভোটকেন্দ্রে পৌছে দেয়া হয়। ১২ টি ওয়ার্ড নিয়ে গঠিত ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা মোট ভোটার ১ লক্ষ ২০ হাজার ৫০৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৫৯ হাজার ৫৬২ জন ও নারী ভোটার ৬০ হাজার ৯৪২ জন। জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ জিল্লুর রহমান জানান সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে
যাবতীয় প্রস্তুতি গ্রহন করা হয়েছে। নির্বাচনে পুলিশের পাশাপাশি ১২ প্লাটুন বিজিবি, ৬ প্লাটুর র্যাব ও স্ট্রাইকিং ফোর্সসহ আনসার বাহিনী দায়িত্ব পালন করবে।
আপনার মন্তব্য লিখুন