১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

EN

মশার উপদ্রবে অতিষ্ঠ সরাইল উপজেলাবাসী

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১০:০৬ অপরাহ্ণ , ২৫ ফেব্রুয়ারি ২০২১, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে

মোঃ তাসলিম উদ্দিন সরাইল প্রতিনিধি /ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইলের মানুষ মশার উপদ্রবে ইতিমধ্যে অতীষ্ঠ হয়ে উঠেছে উপজেলাবাসী। মশার যন্ত্রণা সর্বত্র। শীতের শেষ সময়ে গরম আর শীতের খেলাই মশার জ্বালাতন এখন ঘরে বাহিরে কোন জায়গায় দাঁড়ালে কামড়ানো শুরু করে। রাতের ঘুমে ঘূন-ঘূন শব্দে কানের সাথে লাগিয়ে আওয়াজে ঘুম ভেঙ্গে দে,সারাদিনের ক্লান্তি রাতে ঘুমের মানুষের এ যেন এক যন্ত্রণার নাম মশা। শরীরের যে জায়গায় মশা কামড় দেয় সে জায়গাটা চক্লানি শুরু করে। ঘুমিয়ে থাকা বাচ্চাদের দলবেঁধে মশারা ঘুন-ঘূন শব্দ করে ঘুমন্ত শিশুদের ঘুম ভাঙ্গিয়ে দে। এই মশা থেকে বাঁচার জন্য অনেকেই মশার কয়েল জ্বালিয়ে ও রক্ষা পাচ্ছে না। এমন কথা জানিয়েছেন অনেকে। এ ব্যাপারে অনেকের সাথে কথা বলে জানা যায়, উপজেলা পর্যায়ে মশার স্প্রে করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট দাবী জানিয়েছে এলাকাবাসী। চিকিৎসকের ভাষ্যমতে মশার কামড় থেকে মানব দেহের বিভিন্ন রোগের কারণ হয়ে থাকে। তাই মশা নিধনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন বলে মনে করে ভুক্তভোগী মানুষ। এরই মধ্যে আগামী ৫-৬ দিনে সরাইলে মশার উপদ্রব আশঙ্কাজনক ভাবে দেখা দিয়েছে।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

আরও পড়ুন