সরাইলে কোকিলের কুহুসুরে’আম গাছে সৌরভ ছড়াচ্ছে আমের মুকুল।।
বার্তা সম্পাদক প্রকাশিত: ১২:৩৮ অপরাহ্ণ , ২৪ ফেব্রুয়ারি ২০২১, বুধবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে
মোঃ তাসলিম উদ্দিন সরাইল প্রতিনিধি /সরাইল উপজেলার গ্রাম থেকে গ্রামাঞ্চলে মোড়ে গাছে – গাছে সৌরভ ছড়াচ্ছে আমের মুকুল।আমের মুকুলের মিষ্টি ঘ্রাণে এখনই মৌ মৌ করতে শুরু করেছে চারিদিক। মুকুলের সেই সুমিষ্ট সুবাস আন্দোলিত করে তুলছে মানুষের মন। রাতে শীতকেও বিদায়ের আনুষ্ঠানিকতা শেষ। বাংলা পঞ্জিকায় সদ্যই অভিষিক্ত ঋতুরাজ বসন্ত। গ্রামের মেঠোপথে কখনও কখনও দূর সীমানা থেকে কানে ভেসে আসছে কোকিলের কুহু কুহু মধুর সুর। বসন্তের ফাগুন আর আমের মুকুল যেন একই সুতোয় গাঁথা। বছরের নির্দিষ্ট এই সময়জুড়ে তাই চাষি তো বটেই, কমবেশি সব শ্রেণির মানুষেরও দৃষ্টি থাকে সবুজ পাতায় ঢাকা আমগাছের শাখা-প্রশাখায়।এমন নজরদারি ছিল সরাইল উপজেলার প্রতিটি গ্রামের বাড়ির ছায়ায় বৃত্ত আমের সদ্য মুকুল ফোটা আম গাছ। মুকুলসহ আম গাছ টিনের ঘরের উপরে বেদে আছে।পথচারীরা অনেকে গাছের দিকে তাকিয়ে বলে আর কয়টা দিন আমের মুকুল আসবে!সদ্য মুকুল ফোটার এমন দৃশ্য এখন সরাইল উপজেলার প্রায় সব এলাকাতেই এখন প্রচুর আমবাগান রয়েছে।
আপনার মন্তব্য লিখুন