১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

EN

ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি প্রার্থীর সংবাদ সম্মেলন

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৬:২৬ অপরাহ্ণ , ২৪ ফেব্রুয়ারি ২০২১, বুধবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে

মোঃনিয়ামুল আকন্ঞ্জি,স্টাফ রিপোর্টার-২৮ ফেব্রুয়ারী ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা নির্বাচনে প্রশাসনের পক্ষপাত মূলক আচরণের অভিযোগে বিএনপি মনোনিত মেয়র প্রার্থী মোঃ জহিরুল হকে সংবাদ সম্মেলন করেন।

বুধবার (২৪ ফেব্রুয়ারী) ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে এ সম্মেলন আয়োজন করা হয়।

উক্ত সংবাদ সম্মেলনে প্রশাসনের পক্ষপাত মূলক আচরণের অভিযোগ এনে লিখিত বক্তব্য রাখেন বিএনপি মনোনীত মেয়র প্রার্থী মোঃ জহিরুল হক।

এ সময় তিনি বলেন, আচরন বিধি অনুযায়ী কোন প্রার্থীর নির্বাচনী এলাকায় মাত্র ৫ টি নির্বাচনী ক্যাম্প বা অফিস থাকার কথা থাকলেও নৌকা প্রতীকের পক্ষে করা হয়েছে ৫০টিরও বেশী আফিস। নির্বাচনী এলাকার বাইরে থেকে লোক এনে নৌকার পক্ষে শো ডাউন করছে। এ ছাড়া পুলিশ অন্যায় ভাবে গ্রেফতার ছাড়াও আমাদের নেতা-কর্মী ও সমর্থকদের গিয়ে হয়রানী করছে।

এ ব্যাপারে রিটানিং অফিসার বরাবর অভিযোগ দেয়া হলেও আশা ব্যাঞ্জক কোন প্রতিকার পাননি বলেও অভিযোগ করেন।

উক্ত সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, বিএনপির অহ্বায়ক জিল্লুর রহমান, জেলা বিএনপির সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি ও অন্যান্য নের্তৃবৃন্দ।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

আরও পড়ুন