১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

EN

নোয়াখালীতে সাংবাদিক মুজাক্কির হত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৬:৫৫ অপরাহ্ণ , ২৪ ফেব্রুয়ারি ২০২১, বুধবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে

মোঃনিয়ামুল আকন্ঞ্জি,স্টাফ রিপোর্টার-রাজনৈতিক প্রতিহিংসার শিকার বার্তাবাজার এর নোয়াখালী প্রতিনিধি বোরহান উদ্দিন মুজাক্কির কে নির্মম ভাবে হত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে স্থানীয় সাংবাদিকরা এই মানববন্ধন করে। এ সময় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারন সম্পাদক জাবেদ রহিম বিজন, সহ-সভাপতি ইব্রাহিম খান সাদাৎ, সাবেক সভাপতি মোঃ আরজু, সৈয়দ মিজানুর রেজা, খ,আ,ম রশিদুল ইসলাম, বার্তা বাজারে জেলা প্রতিনিধি মোঃ রাসেল আহমেদ, ডেইলি সান ও সান নিউজ জেলা প্রতিনিধি মোঃনিয়ামুল ইসলাম আকন্ঞ্জি প্রমূখ। এ সময় বক্তারা সাংবাদিক মুজাক্কির হত্যাকান্ডে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দায়ীদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের দাবী জানান।
উল্লেখ্য, নোয়াখালীর কোম্পানীগঞ্জে আব্দুল কাদের মির্জা ও মিজানুর রহমান বাদল গ্রুপের সংঘর্ষ চলাকালে গুলিবিদ্ধ হয় বোরহান উদ্দিন মুজাক্কির। পরে ২০ ফেব্রুয়ারি ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

আরও পড়ুন