১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

EN

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত।।

বার্তা সম্পাদক

প্রকাশিত: ২:৪৭ অপরাহ্ণ , ২৩ ফেব্রুয়ারি ২০২১, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ও প্রতিষ্ঠানের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ফাহিমা খাতুনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া সাহিত্য একাডেমীর সভাপতি কবি জয়দুল হোসেন, জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মেলন পরিষদ ব্রাহ্মণবাড়িয়ার সভাপতি গবেষক মানবর্দ্ধন পাল।

বক্তারা বিভিন্ন ক্ষেত্রে বাংলা ভাষার বিকৃতি বন্ধে সরকারের কঠোর হস্তক্ষেপ কামনা করেন। সর্বত্র বাংলা ভাষাকে প্রতিষ্ঠিত করতে সকলকে সচেতন হবার আহ্বান জানান।

পরে স্থানীয় শিল্পীবৃন্দের পরিবেশনায় একটি সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

আরও পড়ুন