স্বতন্ত্র প্রার্থী মাহমুদুল হক ভূঞা সহ তার অনুসরী নেতাকর্মীদের বহিস্কারের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় আওয়ামীলীগ–
বার্তা সম্পাদক প্রকাশিত: ১:৪২ অপরাহ্ণ , ২২ ফেব্রুয়ারি ২০২১, সোমবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে
আগামী ২৮ ফেব্রুয়ারি ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়ন চেয়েও দলীয় মনোনীত প্রার্থীর বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় জেলা আওয়ামীলীগের কার্যকরী সদস্য মাহমুদুল হক ভূঞাকে বাংলাদেশ আওয়ামীলীগ থেকে বহিস্কার করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় আওয়ামীলীগ। একই সাথে দলীয় মেয়র প্রার্থী মিসেস নায়ার কবীর এর বিরুদ্ধে অবস্থান নিয়ে বক্তব্য প্রদান এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মাহমুদুল হক ভূঞার পক্ষাবলম্বনকারী জেলা আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদেরও বহিস্কারের সিদ্ধান্ত নেয়া হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া জেলাে আওয়ামীলীগের সুপারিশের প্রেক্ষিতে কেন্দ্রীয় আওয়ামীলীগ উপরোক্তদের বহিস্কার করবার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন। তিনি আজ সোমবার বেলা সাড়ে ১১ টায় এ কথা নিশ্চিত করেছেন।
আপনার মন্তব্য লিখুন