সরাইলে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা।।
বার্তা সম্পাদক প্রকাশিত: ৩:২৭ অপরাহ্ণ , ২১ ফেব্রুয়ারি ২০২১, রবিবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে
মোঃ তাসলিম উদ্দিন সরাইল( ব্রাহ্মণবাড়িয়া)মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ। সরাইল উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারের বেদীতে পুষ্পস্তবক অর্পণ ও নানা কর্মসূচির মধ্য দিয়ে
সারাদেশের ন্যায় একুশের প্রথম প্রহরে সরাইলে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধা জানিয়ে ভাষা শহীদদের স্মরণ করা হচ্ছে। আজ রবিবার (২১ ফেব্রুয়ারী) রাত ১২টা ১মিনিটে ব্রাহ্মণবাড়িয়া সরাইল কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।প্রথমে(ব্রাহ্মণবাড়িয়া-৩১২) আসনের সাংসদ উম্মে ফাতেমা নাজমা বেগম (শিউলি আজাদ)এমপি ফুলেল শ্রদ্ধা ও পুষ্পস্তবক অর্পণ করেন।এরপর সরাইল উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুল হক মৃদুল, সরাইল উপজেলা চেয়ারম্যান মোঃ রফিক উদ্দিন ঠাকুর, সরাইল থানা পুলিশের পক্ষে (ওসি) এ এম এম নাজমুল আহমেদ শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধা জানানোর পর পুলিশের একটি দল সশস্ত্র সালাম প্রদান করে। এসময় দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।পরে সরাইল উপজেলা আওয়ামী লীগের পক্ষে আহবায়ক কমিটির আহবায়ক এ্যাড. মোঃ নাজমুল আহমেদ ও যুগ্ম আহবায়ক উম্মে ফাতেমা নাজমা বেগম শিউলি আজাদ এমপি, সদস্য মোঃ মোস্তাফিজুর রহমান অন্যান্য নেতাদের সাথে নিয়ে পুষ্পস্তবক অর্পণ করে। শহীদদের শ্রদ্ধা নিবেদন করেন সরাইল উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ ইসমত আলী,শহীদের শ্রদ্ধা নিবেদন করেন সরাইল উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোঃ নোমান মিয়া, ডা. আনাস ইভনে মালেক, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ সুমন মিয়া।শহীদের শ্রদ্ধা নিবেদন করেন সরাইল উপজেলা রিপোর্টার্স ইউনিটির সহ- সভাপতি মোঃ রাকিবুর রহমান ও সাধারণ সম্পাদক মোঃ তাসলিম উদ্দিনসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।এছাড়াও শহীদদের শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা বিএনপির,সরাইল ফায়ার সার্ভিস,উপজেলা জাতীয়পার্টি, খাঁটিহাতা হাইওয়ে থানা, উপজেলা স্বাস্থ্য বিভাগসহ বিভিন্ন সরকারি- বেসরকারি কার্যালয়, রাজনৈতিক ও সামজিক সংগঠন।
আপনার মন্তব্য লিখুন