শেখ হাসিনার উন্নয়ন পছন্দ হচ্ছেনা একটি মহলের, কসবায় আইনমন্ত্রী
বার্তা সম্পাদক প্রকাশিত: ৮:৫২ অপরাহ্ণ , ২১ ফেব্রুয়ারি ২০২১, রবিবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে
মো.নিয়ামুল আকন্ঞ্জি স্টাফ রিপোর্টার-আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী এডভোকেট আনিসুল হক এমপি বলেন,
প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন পছন্দ হচ্ছেনা একটি মহলের। তাই তারা উন্নয়নকে বাধাগ্রস্থ করতে বিভিন্ন ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। রবিবার উপজেলা প্রশাসন আয়োজিত মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি এসব
কথা বলেন। উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মাসুদ উল আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এডভোকেট মোঃ রাশেদুল কাওসার ভূইয়া জীবন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাছিবা খান, কসবা পৌর মেয়র মোঃ এমরান উদ্দিন জুয়েল, উপজেলা আওয়ামী লীগ যুগ্ম-আহবায়কএমজি হাক্কানী প্রমূখ। পরে মহান শহীদ দিবস উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগীতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়। তাছাড়া উপজেলা শিল্পকলা একাডেমীর শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের
আয়োজন করা হয়।
আপনার মন্তব্য লিখুন