৭১ এর রণাঙ্গনের সাহসী বীরযোদ্ধা’কে নিয়ে জিয়াউল হক মৃধা’র আবেগময় স্ট্যাটাস
বার্তা সম্পাদক প্রকাশিত: ১২:৩৯ অপরাহ্ণ , ২০ ফেব্রুয়ারি ২০২১, শনিবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে
মোঃ তাসলিম উদ্দিন সরাইল( ব্রাহ্মণবাড়িয়া) ব্রাহ্মণবাড়িয়া সরাইল- আশুগঞ্জ এলাকার সাবেক সাংসদ এ্যাড. জিয়াউল হক মৃধা তাঁর সামাজিক যোগাযোগ ফেসবুকে বীর মুক্তিযোদ্ধা মোঃ জহিরুল ইসলাম মাষ্টারের মৃত্যুতে আবেগঘন স্ট্যাটার্সে মানুষের মন ছুঁয়েছে। তাঁর লেখাটি হুবহু দেওয়া হল পাঠকদের সুবিধার জন্য। ৭১ এর রণাঙ্গনের সাহসী যোদ্ধা আশুগঞ্জের আড়াইসিধা কে, বি উচ্চ বিদ্যালয়ের উদ্যােক্তা ও প্রতিষ্ঠাকালিন প্রধান শিক্ষক,ফিরোজ মিয়া কলেজের প্রতিষ্ঠাতা উদ্যােক্তাদের অন্যতম এবং আড়াইসিধা শাহানা ফরিদ বালিকা বিদ্যালয়ের অন্যতম উদ্যােক্তা এবং ঐ বিদ্যালয়ের আমৃত্যু প্রধান শিক্ষকের দায়িত্ব পালনকারী প্রবীণ শিক্ষাবিদ।লাওয়া সার মোল্লা বাড়ীর জনাব জহিরুল ইসলাম মাষ্টার আমাদের মাঝে আর নেই। তিনি বলেন, তাঁর মৃত্যুতে গোটা আশুগঞ্জ উপজেলায় শোকের ছায়া নেমে এসেছে।তিনি মজলুম জননেতা আবদুল হামিদ খান ভাসানীর ঘনিষ্ট সহচর ছিলেন।পরবর্তীতে তিনি জাতীয় পার্টির রাজনীতিতে যুক্ত হন এবং আমৃত্যু তিনি আশুগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সভাপতি ছিলেন এবং জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি ছিলেন।তিনি ছিলেন একজন ন্যায় বিচারক সালিশকারক।আশুগঞ্জ উপজেলার সর্বজন মান্য সালিশকারকদের মধ্যে জহির ভাই এবং উপজেলা আওয়ামীলীগের সভাপতি/আহ্বায়ক হাজী ছফিউল্লাহ ভাই অন্যতম এবং তারা ছিলেন সহ-পাঠী ও ঘনিষ্ঠ বন্ধু।মরহুম জহির ভাই ২০০৮,২০১৪,২০১৮ এর নির্বাচনে আমার অভিভাবকের দায়িত্ব পালন করেছেন। তার মৃত্যুতে যে অপূরণীয় ক্ষতি হয়েছে তা পূরণ হওয়ার নয়। তিনি আরো বলেন,আমি মরহুমের জান্নাত কামনা করি এবং তার শোক সন্তুপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।
আবেগম
আপনার মন্তব্য লিখুন