১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

EN

ব্রাহ্মণবাড়িয়ায় যুবলীগের ৬ নেতা বহিষ্কার।।

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১০:৩১ অপরাহ্ণ , ১৭ ফেব্রুয়ারি ২০২১, বুধবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে

গত চার দিনে ব্রাহ্মণবাড়িয়ায় জেলা আওয়ামী লীগের সদস্য ও পৌর নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মাহমুদুল হক ভূঁইয়াসহ তার সমর্থক জেলা আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের ২০ নেতা-কর্মীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থীর বিরোধীতা করায় জেলা যুবলীগের আরও ছয় নেতাকে বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া বিদ্রোহী প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারে অংশ নেয়া, দলীয় সিদ্ধান্ত অমান্য ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে।

সংগঠনের প্রাথমিক সদস্য পদ থেকে তাদের স্থায়ীভাবে বহিষ্কারের জন্য কেন্দ্রীয় কমিটিতে সুপারিশ পাঠানো হয়েছে।

বুধবার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার গণমাধ্যমকে এসব তথ্য জানান। এর আগে মঙ্গলবার রাতে এ বিষয়ে একটি সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

বহিষ্কৃত ব্যক্তিরা হলেন জেলা যুবলীগের সহ-প্রচার সম্পাদক শেখ শওকত হোসেন, পৌর যুবলীগের সদস্য দেবাশীষ ভৌমিক বাবু, হাবিবুল্লাহ, সোহেল মিয়া, জাহিদ ওসমান বাবু ও সাহাবী রেজা।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার বলেন, তারা দলের সিদ্ধান্ত অমান্য করেছেন, শৃঙ্খলা ভঙ্গ করেছেন। তাই তাদেরকে স্থানীয়ভাবে বহিস্কার করা হয়েছে। সাংগঠনিক পদ ও প্রাথমিক সদস্য পদ থেকে স্থায়ীভাবে বহিস্কারের জন্য কেন্দ্রে সুপারিশ করা হয়েছে।

এ নিয়ে গত চার দিনে ব্রাহ্মণবাড়িয়ায় জেলা আওয়ামী লীগের সদস্য ও পৌর নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মাহমুদুল হক ভূঁইয়াসহ তার সমর্থক জেলা আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের ২০ নেতা-কর্মীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

তারা হলেন মেয়র পদের বিদ্রোহী প্রার্থী ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাহমুদুল হক ভূইয়া, জেলা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক আলী আকবর, উপদেষ্টা মন্ডলীর সদস্য আজিজুর রহমান বাচ্চু, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন দুলাল, পৌর আওয়ামী লীগের উপদেষ্টা আবু সিদ্দিক, শাহজাহান মিয়া, জেলা কৃষক লীগের সহ-সভাপতি জাকির হোসেন, প্রচার সম্পাদক সারোয়ার আলম, সদস্য আবুল কালাম, ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা পান্না, যুবলীগ নেতা আল-আমিন দুলাল, গাজিউর রহমান এবং আমিনুল ইসলাম মঞ্জু।

এ বিষয়ে বহিষ্কৃত বিদ্রোহী মেয়র প্রার্থী মাহমুদুল হক ভূঁইয়া বলেন, আমাদেরকে বহিষ্কার করার কোনো এখতিয়ার জেলা আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাদের নেই। শুনেছি তারা আমাদেরকে বহিষ্কার করার জন্য স্ব-স্ব সংগঠনের কেন্দ্রীয় কমিটির কাছে সুপারিশ পাঠিয়েছে।

২৮ ফেব্রুয়ারি পঞ্চম ধাপের পৌরসভা নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া থেকে মেয়র পদে দলীয় মনোনয়ন পেয়েছেন নায়ার কবির।

খবর প্রেস বিজ্ঞপ্তি

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

আরও পড়ুন