১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

EN

ব্রাহ্মণবাড়িয়ায় ২ জনকে আহত করে ক্যামেরা ও মোবাইল ছিনতাইয়ের অভিযোগ

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৪:৪৮ অপরাহ্ণ , ১৭ ফেব্রুয়ারি ২০২১, বুধবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে

মোঃনিয়ামুল ইসলাম আকন্ঞ্জিঃ ব্রাহ্মণবাড়িয়ায় ইভেন্ট ম্যানেজমেন্টের দুই ছেলেকে আহত করে ক্যামেরা ও মোবাইল ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার(১৬ ফেব্রুয়ারী) সন্ধ্যা ৭টার দিকে জেলা শহরের রেলগেইট এ ঘটনা ঘটে। আহতরা হলেন, জেলা শহরের ইয়াছিন মিয়ার ছেলে হাসান(১৭) ও তৌহিদ মিয়ার ছেলে আসিফ(১৮)। তারা বিয়েসহ বিভিন্ন অনুষ্ঠানে ইভেন্টের কাজ করে থাকেন।

আহত হাসান জানান, সন্ধ্যার দিকে শহরের পুনিয়াউট তার ছোটভাই হোসেনের কাছ থেকে ক্যামেরা আনার জন্য যায়। ক্যামেরা নিয়ে রেলগেইট আসলে ৪-৫ জন ছেলে হঠাৎ হাসানের কাছ থেকে DSLR ক্যামেরা, 4K ক্যামেরা ও মোবাইল ছিনতাই করে ছিনিয়ে নিয়ে যায়। ওই সময় তারা হাসান ও আসিফকে ছুরিকাঘাত করে দ্রুত পালিয়ে যায়। তাদের চিৎকার শোনে সাহায্য করতে এগিয়ে আসেন স্থানীয় বাসিন্দারা। তবে তাদের মধ্যে তুহিন নামের একজনকে চেনেন বলে জানিয়েছে হাসান।

সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহিম ঘটনার সত্যতা নিশ্চিত করা জানান, পূর্ব শত্রুতার জেরে এ ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত স্বাপেক্ষে বিস্তারিত পরবর্তীতে জানানো হবে।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

আরও পড়ুন