১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

EN

একজন তরুণ উদীয়মান আইনজীবী তপু নেতা হলে !

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১২:২২ পূর্বাহ্ণ , ১৬ ফেব্রুয়ারি ২০২১, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে

মোঃ তাসলিম উদ্দিন সরাইল প্রতিনিধিঃ লেখার শুরুতে কবি কাজী নজরুল ইসলামের কথায়, মিথ্যা শুনিনি ভাই এই হ্নদয়ের চেয়ে বড় কোন ও মন্দির- কাবা নাই। তপু যখন সরাইল কলেজের ছাত্র,সেই সময় টকবগে তরুণ ছেলেটি, প্রায় সময় সরাইল কলেজের পিছনের মাঠে ক্রিকেট খেলায় তার মনোনয়নে প্রথম দৃষ্টিগোচর হয়। যতটুকু জানা যায় ,সে সময় এ কালিকচ্ছ পাঠশালার অষ্টম বা নাইনের ছাত্র হবে তপু। স্কুলের ক্লাসের ফাঁকে তাকে ক্রিকেট খেলায় প্রায়ই দেখা যেত। সব সময় ক্রিকেটের সেরা খেলাটা সে খেলতো। সেই থেকে তাকে এলাকার মানুষ জানে তার নাম নুরুজ্জামান লস্কর তপু। সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের লস্কর পাড়ায় এক মুসলিম পরিবারে তার জন্ম। ছোট থেকে সে মেধাবী এবং ভদ্রও নম্র স্বভাবের চলাফেরা করত। লেখাপড়া শেষে আইন পেশায় নিজে মনোনিবেশ করেন। এ পেশায় পেয়েছেন, সফলতা পেয়েছেন, সম্মান পেয়েছেন ইজ্জত,আইন পেশার মাঝে অর্জন করেছেন মানুষের ভালোবাসা। যা পৃথিবীর সকল সম্পদের চেয়েও মূল্যবান। “মনপ্রাণ দিয়ে লেখা পড়া করতে হবে। ভাল ডিগ্রি নিতে হবে। মেধা সার্প থাকতে হবে। আইনজীবী মানে সারাজীবনের জন্য ছাত্র। যত বেশি পড়াশুনা করতে পারবে তত বেশি এই পেশায় সফল হতে পারবে। তার মাঝে যেন এই গুণ এর কোনোটি কমতি নেই। আইনজীবী তপু হিতাকাঙ্খী একজনের সাথে কথা হলে তিনি বলেন,আইনজীবী হিসেবে তপূ সাথে প্রথম দেখা হয়। ব্রাহ্মণবাড়িয়ার জজকোর্টের দুতলায়,অনেক দিন আগে আমি আমার ঠিকাদারির লাইসেন্স করতে হবে। আর লাইসেন্সের জন্য আমি কোর্টে যায় নোটারি পাবলিক বানানোর জন্য। উপরতলায় দাঁড়িয়ে একজন আইনজীবীর জন্য আমি অপেক্ষা করছি। ইতিমধ্যে দেখি সামনে দিয়ে একজন লোক দশ-বার জন পিছনে সামনে কালো কোট পরা কালো টাই, সাদা শার্ট টগবগে তরুন একজন আইনজীবী যাকে দেখলে মন জুড়িয়ে যায় প্রথম দৃষ্টিতেই। আমারও সেটি হয়েছিল তখনই আমি জিজ্ঞাসা করি আমার পাশে থাকা লোকটিকে, সে বলে তুমি চিনতে পারছনা। এতো আমাদের তপূ,তাই নাকি!তপু কে তো আইনজীবী হিসেবে অনেক সুন্দর দেখাচ্ছে বলতে ,ঘাড় ফিরিয়ে দেখি ‘আমাকে জিজ্ঞেস, করছে ভাই কেমন আছেন। কোন সময় আসছেন। আমি অবাক হয়ে বললাম ভালো, তুমি কেমন আছো। কি জন্য আসছেন,জিজ্ঞেস না করে বলে,ভাই আমার অফিসে আসেন, আগে নাস্তা করে নেন। তারপর কথা হবে বলে হাতধরে নিয়ে গেল। তখন থেকেই দেখেছি সে মানুষের প্রতি অনেক অ্যাপায়ন পরায়ণ।শ্রদ্ধা আর ভালোবাসায় ইজ্জত-সম্মান কে সামনে রেখে চলাফেরায় নতুন এক সম্পর্কের স্থাপন করে তার ভালবাসায় তার সদ্ব্যবহার। আইনজীবীও রাজনৈতিক নেতা হিসেবে তার যোগ্যতা এবং তার মেধা যথেষ্ট প্রমাণ করে।সরাইল উপজেলা রিপোর্টার্স ইউনিটির আইন উপদেষ্টা হিসেবে।গত উপজেলা নির্বাচনে চেয়ারম্যান হিসেবে নির্বাচন করেন,এডভোকেট নুরুজ্জামান লস্কর তপু। উকিল তপু আমাদের সম্পর্ক আরও মজবুত হয় আরো কাছে আসার সুযোগ হয়। এডঃ নুরুজ্জামান তপু রাজনীতির মধ্যে আইনপেশা করেও. কিছু মানবিক কাজে মনোনিবেশ করে প্রায় সময়ই দেখা যায় মাঠে ময়দানে তার কর্তব্য পালন করতে। কোথাও সে কৃপণতা করেন না। মানুষের দুঃখে সুখে বিলিয়ে দেয় দুহাত ওজার করে। এডভোকেট নুরুজ্জামান লস্কর তপু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বি এন পির রাজনৈতিক দলের সমর্থক। ছাত্র রাজনীতি থেকে শুরু করে আজ পযর্ন্ত শহীদ জিয়ার আদর্শে মাঠে ময়দানে দলের দুর্দিনেও নেতা কর্মীদেরকে সাথে নিয়ে সংগঠিতভাবে দলের কাজ করে যাচ্ছেন।তিনি বতর্মান ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক, সদ্য বিলুপ্ত সরাইল উপজেলা বি এন পি কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন, তপু সরাইল এলাকায় সাধারণ মানুষের ভালোবাসা অর্জনসাধ্য করে দলের তৃণমূলের নেতা কর্মীদেরকে সংগঠিত করতে রাতদিন কাজ করে যাচ্ছেন।বর্তমানে বিএনপির রাজনীতির মাঠে এড. তপু সকলের প্রিয় নাম। ফেসবুক থেকে শুরু করে তৃণমূলের নেতা কর্মীদের এক মাত্র চাওয়া এড. নুরুজ্জামান তপুকে সরাইল উপজেলা বি এন পি’র সাধারণ সম্পাদক হিসাবে দেখতে চাই।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

আরও পড়ুন