সরাইলে বসন্তবরণে পিঠা উৎসবের আয়োজন
বার্তা সম্পাদক প্রকাশিত: ৯:১৬ পূর্বাহ্ণ , ১৫ ফেব্রুয়ারি ২০২১, সোমবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে
মোঃ তাসলিম উদ্দিন সরাইল( ব্রহ্মণবাড়িয়া) গত রোববার(১৪ ফেব্রুয়ারি) পহেলা ফাল্গুন আগুনরাঙা বসন্তের প্রথম দিন প্রকৃতি আজ খুলে দেবে দখিন দুয়ার। সে দুয়ারে বইবে ফাগুনের হাওয়া। বসন্তের আগমনে সরাইল উপজেলা পরিবার পরিক ল্পনা বিভাগের উদ্যোগে বিকালে উপজেলা পরিষদ মিলনায়তনে বসন্তকে বরণ করতে পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে। কোকিল গাইবে গান, ভ্রমর করবে খেলা। গাছে গাছে থাকবে পলাশ আর শিমুলের মেলা। পিঠা উৎসবে যোগ দিতে সরাইল উপজেলা উচালিয়া পাড়া হাসপাতাল মোড়ে রিকশায় উঠতে মেহজাবিন বলে, বাবা এখানে নাকি কুরআন চত্বর হবে। তবে অনেক দিন হয়,কুরআন চত্বরে’র কাজ এতো টুকু”করে রেখেছে কেন? মা’রে এ বিষয়ে আমার কিছু জানা নেই। মেহজাবিন বলে,বাবা সামনে আসছে ইউপি নির্বাচন প্রার্থীদের জন্য ভালো হইছে। মা’রে প্রার্থীদের জন্য কি ভাল হয়েছে। মেহজাবিন বলে, বাবা দেখেন পুস্টার আর ব্যানারে চারদিকে আগাম নির্বাচনী প্রচারণার জন্য সুবিধা হল। মা’রে এতো কিছু দেখেনা, এই রিকশা চালক ভাই চলো। মেহজাবিন মনে কষ্ট নিয়ে বলে,বাবা সরাইলের প্রবেশ মুখে এতো সুন্দর একটি কুরআন চত্বর হবে।এটি কিন্তু সত্যিই গৌরবের, কাজ বন্ধ কেন জানা প্রয়োজন। আচ্ছা বাবা, কত টাকার কাজ বা চলমান কাজ কেন বন্ধ হল। মা’রে এ কাজের ব্যপারে আল্লাহ ভালো জানে !! আমি তুমাকে বলছি জানি না, এ কথা বলতেই রিকশা করে উপজেলার অফিস পাড়া’য় যেতেই বিকাল সাড়ে চারটা বাজে পরিষদ মিলনায়তনে টুকতে টেবিলে সাজানো কয়েক জাতের বাংলা মায়ের হাতে সুস্বাদু পিঠা। মেহজাবিন বলে,বাবা অনেক রকমের পিঠা আজ বসন্তকে বরণ করতে উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে পিঠা উৎসবে উপস্থিত হয়েছেন, সরাইল উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রফিক উদ্দিন ঠাকুর, উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল হক মৃদুল, উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান আবু হানিফ মিয়া,সরাইল উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্স কর্মকর্তা ডা. মো. নোমান মিয়া,সরাইল থানা অফিসার ইনচার্জ এ এম এম নাজমুল আহমেদ,ডা.আনাস ইভনে মালেক, আব্দুস সাত্তার কলেজের অধ্যক্ষ মো. মোখলেছুর রহমান,
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো.ইসমত আলী, সদর ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার, সরাইল উপজেলা রিপোর্টার্স ইউনিটি সাধারণ সম্পাদক মো. তাসলিম উদ্দিন, আওয়ামী লীগ নেতা মো. মাহফুজ আলী, হাজী ইকবাল হোসেন, মো. বিলাল প্রমুখ। বসন্তকে বরণ করতে পিঠা উৎসবের সার্বিক পরিচালনায় ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো.সুমন মিয়াসহ,পরিবার পরিকল্পনা বিভাগের মাঠ পর্যায়ের কর্মকর্তাওকর্মীগণ উপস্থিত ছিলেন। আজ বসন্তের রঙে ছুঁয়ে যাক মানুষের মন। শুধু তরুণ তরুণী নয়, নানা বয়সের মানুষই ভালোবাসার পিঠা উৎসবে এই দিনে একসঙ্গে সময় কাটাবে। অনুষ্ঠান থেকে মেহজাবিন বের হতে সরাইল উপজেলা( ইউএনও)মো. আরিফুল হক মৃদুল বসন্তের হাসিতে বলে,মেহজাবিন তুমি কেমন আছো। মেহজাবিন বলে, জি স্যার ভালো? আপনার সঙ্গে আমি ক্যামেরায় বন্দী হবো এ সময় উপস্থিত ছিলেন, ভাইস-চেয়ারম্যান হানিফ।
আপনার মন্তব্য লিখুন