১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

EN

নৌকার পক্ষে দক্ষিণ মৌড়াইল ডাকবাংলার মোড়ে নির্বাচনী অফিস উদ্বোধন।।

বার্তা সম্পাদক

প্রকাশিত: ২:৫৫ অপরাহ্ণ , ১৩ ফেব্রুয়ারি ২০২১, শনিবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার নির্বাচনে নায়ার কবীরের নৌকা মার্কার পক্ষে ৯ নং ওয়ার্ডের নির্বাচনী অফিস উদ্বোধন করা হয়।

গতকাল শুক্রবার (১২ ই ফেব্রুয়ারী)শহরের দক্ষিণ মৌড়াইল ডাকবাংলা মোড়ে ৯ নং ওয়ার্ড়ের নির্বাচন পরিচালনার অফিস উদ্ভোদন করা হয়।
এ সময় ৯ নং ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক আবুল হোসেনের সভাপতিত্বে এক নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ হেলাল উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মহিউদ্দিন খোকন জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তাসলিমা খানম নিশাত, শহর আওয়ামীলীগ নেতা মোঃ জামাল খান, মনির হোশেন টিপু, মোঃ শাহআলম, ৯ নং কাউন্সিলর প্রার্থী মুরাদ খান,জেলা স্বেচ্ছাসেবকলীগের সহ- সভাপতি রুমেল আল ফয়সল সাবেক ছাএলীগের আহ্বায়ক জাহাঙ্গীর আলম, আবুল কালাম, মোঃ পাপ্পু, মোঃ হান্নান সহ প্রমুখ। সভাটি পরিচালনা করেন জেলা ছাএলীগের সভাপতি রবউল হোসেন রুবেল। এর আগে নৌকার অফিস উদ্ভোদন করেন শহর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম।
বক্তারা বলেন নিরাপদ শহর গড়তে আগামী ২৮ তারিখ মিসেস নায়ার কবীরকে নৌকা মার্কা জয়যুক্ত করতে হলে আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের সকল নেতকর্মীদের ঘরে ঘরে গিয়ে ভোট চাইতে হবে।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

আরও পড়ুন