১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

EN

মেহজাবিন শিক্ষা অফিসার আজিজ স্যারকে না পেয়ে- বাবাকে কি বলে??

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৪:০৫ অপরাহ্ণ , ১২ ফেব্রুয়ারি ২০২১, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে

মোঃ তাসলিম উদ্দিনঃ আজ মঙ্গলবার( ৯ফেব্রুয়ারি )দুপুর আড়াইটার দিকে মেহজাবিন বলে,বাবা আমি আপনাকে বলেছিলাম আজ সরাইল উপজেলা অফিস পাড়া যাব চলেন,
,মা’রে অফিস পাড়া কেন? আমার কাজ আছে। মেহজাবিন বলে,বাবা রিকশা দিয়ে যাব শিক্ষা অফিসার মডেলিং আব্দুল আজিজ স্যারকে দেখে চলে আসব। মা’রে আজ না অন্য দিন,তুমি আমাকে নিয়ে আজ ঘুরতে পারবনা আমি ব্যস্ত। বাবা যাব আর আসব। মেহজাবিন কথা টিক থাকবে।
মেহজাবিন বলে,বাবা আচ্ছা। রিকশা করে সরাইল উপজেলার অফিস পাড়া’য় ঢুকতে মেহজাবিন বলে, বাবা গেটের পাশের পুকুরটি বালু দিয়ে ভরাট করতেছে কেন? মা’রে এ পুকুর ভরাট করে উপজেলা পরিষদ চেয়ারম্যানের বাসভবন নির্মাণ করতেছে।ও তাহলে অনেক ভাল হবে। মেহজাবিন বলে, বাবা পুকুর কি ভরাট করা যায়? মা’রে এতো কথা বলে না। আচ্ছা বাবা কত কোটি টাকার কাজ মা’রে এর কাজ তোমার বিলাল কাকা দেখা শোন করে। একটু সামনে যেতেই মেহজাবিন বলে,বাবা অফিস পাড়া অনেক পরিস্কার লাগে। আগে গাছের ছায়ায় থাকতো। আজ এক বারে রুদ্র মাথায় পড়েছে। মা’রে এখানে একটি গাছ ছিল, ওইপাশে কাজ করতেছে তাই গাছটি কেটে ফেলেছে। মেহজাবিন বলে, বাবা সরকারি গাজ এমনি কাটা যায়। মা’রে ছোট মুখে এত বড় কথা বলে না। মেহজাবিন বলে, বাবা টিক আছে বলবনা’ ওই দেখেন পুকুরের ভিতরে ভিকো গাড়ির আওয়াজ।বাবা,পুকুরের ভিতর কি হইতেছে। মা’রে পুকুর খননের কাজ চলছে। মেহজাবিন বলে, বাবা এটি সুন্দর কাজ পুকুরটা খনন করে।যদি চতুর্দিকে পরিষ্কার করে লাইটিং করে।বাবা অনেক সৌন্দর্য বর্ধনের জন্য অনেক সুন্দর হবে সরাইল উপজেলা। মা’রে মনে হয় এমন কিছু করবে। একথা বলতেই,মেহেজাবিন বলে,বাবা মসজিদের কাজের এ অবস্থা কেন? রডের মধ্যে মরিচা (ঝংকার ) ধরছে, এলোমেলো ভাবে কাজ পড়ে আছে, ঠিকাদারের অফিস বন্ধ। লোকজনের খোঁজ নাই এমন হচ্ছে কেন বাবা? মা’রে জানি না অনেক দিন হয় এমন অবস্থায় পড়ে আছে। মেহজাবিন বলে, বাবা এতকিছু জেনে আমার কি? চলেন মডেলিং স্যারকে দেখি বলেই। উপজেলা শিক্ষা অফিসে ঢুকতে দেখি সব দরজা বন্ধ শুধু মধ্যের দরজায় একজন অফিস সহকারী তালা লাগানো অবস্থায় বলাম, ভাই উপজেলা শিক্ষা অফিসার কি আছে। উত্তরে তিনি বললেন, না স্যার অরুয়াইলে গেছে। মেহজাবিন একথা শুনে বলে বাবা, আমাদের শিক্ষা অফিসার মডেলিং স্যারের সাথে দেখা হবেনা। মেহজাবিন বলে,বাবা আমি জানতাম যারা মডেলিং করে তারা ঢাকা থাকে, দেশের বিভিন্ন বিভিন্ন স্থানে সুন্দর সুন্দর দৃশ্য দেখে অভিনয় করে। মেহজাবিন বলে,বাবা আমি যার কথা বলছি তার নতুন
মডেলিং রাকা’কে নিয়ে “হৃদয়ে লেখা নাম” সাথে কাজ করেছেন এম এ আজিজ। কি ঢং কি কায়দা গান করে। আর বাবা আপনি বলছেন, তিনি উপজেলা শিক্ষা অফিসার এটা আমার বিশ্বাস করতে হবে?? মা’রে তুমি দেখলেই চিনতে পারতা উনি কে !? মেহজাবিন বলে, বাবা এসব বাদ দেন তিনি এত সময় কোথায় পাবেন এত ঢং ঢং করার জন্য। সরকারি চাকরি করবেন,না মডেলিং করবেন !! মা’রে রাগ করো না, তুমারে অন্য দিন নিয়ে আসবো’ উনি আসলে !!

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

আরও পড়ুন