১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

EN

ব্রাহ্মণবাড়িয়ায় অটোরিকশা উল্টে বিয়ে বাড়ির সার্ভিস বয় নিহত।। আহত ৩

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১১:০৮ অপরাহ্ণ , ১২ ফেব্রুয়ারি ২০২১, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় উল্টে গেলে আজিজ খান(২৭) নামের একজন নিহত হয়। এ সময় আহত হয়েছে আরও চারজন।

শুক্রবার (১২ ফেব্রুয়ারী) সন্ধ্যা ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত আজিজ খান জেলা শহরের ফুলবাড়িয়ার হিরু মিয়ার ছেলে। সে বিভিন্ন অনুষ্ঠানে সার্ভিস বয় হিসেবে কাজ করতো।

আহতরা হলেন, জেলা শহরের শেরপুরের মৃত খলিল মিয়ার ছেলে সবুজ(৩৫), আলী আকবরের ছেলে হাবু(৩০) ও ফুলবাড়িয়ার
মৃত সোনার উদ্দিনের ছেলে দুধু মিয়া(৪৫)।

আহত দুধু মিয়া জানান, সকালে উপজেলার বুধল ইউনিয়নের বুধল গ্রামে কনের বিয়েবাড়ির সার্ভিস বয়ের কাজ করতে আজিজ ও হাবুসহ ১০ জন যায়। অনুষ্ঠান শেষে সন্ধ্যার দিকে বুধল থেকে ফেরার পথে কুমিল্লা-সিলেট মহাসড়কের পাশের ফাঁড়ি রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশা উল্টে যায়।

আহত আজিজ খানসহ ৪জনকে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জরুরী বিভাগের চিকিৎসক ডা. আরিফুজ্জামান হিমেল আজিজকে মৃত ঘোষণা করেন। বাকি ৩জনকে হাসপাতালে ভর্তি দেন৷

খাঁটিহাতা পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) গাজী মুহাম্মদ শাখাওয়াত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান নিহতের মরদেহ পরিবারের লোকেরা বাড়িতে নিয়ে গেছেন। ঘটনাস্থলে পুলিশ গিয়েছিল। তদন্ত সাপেক্ষে আইনী ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

আরও পড়ুন