১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

EN

কুমিল্লায় জসিম উদ্দিন নামে এক ভূয়া ডাক্তারকে গ্রেপ্তার করেছে র‌্যাব ১১

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১১:২৭ অপরাহ্ণ , ১২ ফেব্রুয়ারি ২০২১, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে

ডেস্ক রিপোর্টঃ গোপন সংবাদের ভিত্তিতে ১১ফেব্রুয়ারী বৃহস্পতিবার রাতে জেলার কোতয়ালীর থানার নিশিন্তপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মোঃ জসিম উদ্দিন (৩৯)নামের এক ভূয়া ডাক্তারকে গ্রেফতার করে

সৃত্রে জানা যায় ওই গ্রেফতারকৃত ভূয়া ডাক্তার কোতয়ালী থানার
ছোট আলমপুর গ্রামের মোঃ মন্তাজ মিয়ার ছেলে।

র্যাব১১,সিপিসি-২ এর উপ-পরিচালক মেজর তালুকদার নাজমুছ সাকিব বলেন- গ্রেফতারকৃত আসামী নিজেকে রেজিস্টার ভুক্ত বড় ডাক্তার পরিচয় দিয়ে ভূল চিকিৎসা প্রদান করে লাইসেন্স বিহীন হাই এন্টিবায়োটিক ইনজেকশন ও উচ্চ মাত্রার ঔষদ বিক্রি করে আসছিলো।
আটককৃত ওই ভূয়া ডাক্তারের নিকট থেকে র্যাব বিভিন্ন ধরনের লাইসেন্স বিহীন হাই-এন্টিবায়োটিক ইনজেকশন ও উচ্চ মাত্রার ঔষদ উদ্ধার করে।

আটককৃত ওই আসামী নিজেকে ডাঃ মোঃ জসিম উদ্দিন প্রাক্তন সার্জন সহকারী, কুমিল্লা মেডিকেল সেন্টার’র পরিচয় প্রদান করে আসছিলো।
তবে ওইদিকে শুক্রবার রাত ৭: ৮মিনিটে কুমিল্লা মেডিকেল সেন্টারে ০৮১৬৮৯২ নম্বরে ফোন করে যোগাযোগ করলে ডাঃ মোঃ জসিম উদ্দিন প্রাক্তন সার্জন সহকারী ছিল কিনা? জানতে চাই ডিউটিরত কর্মকর্তা ডিপোজম মনির বলেন- ডাঃ মোঃ জসিম উদ্দিন প্রাক্তন সার্জন সহকারী নামে কোনো ডাক্তার কুমিল্লা মেডিকেল সেন্টারে আছে কিনা জানা নেই, বলে জানান।

পরে ওই ভূয়া ডাক্তার পরিচয়কারীর বিরোদ্ধে নানানবিধ প্রতারনার অপরাধে কোতয়ালী থানায় মামলা প্রক্রিয়াধীন আছে বলে র্যাব জানান।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

আরও পড়ুন