সরাইলে বীর মুক্তিযোদ্ধা হালিমে’র শোক সভা ও দোয়া মাহফিল
বার্তা সম্পাদক প্রকাশিত: ৮:২৫ অপরাহ্ণ , ৯ ফেব্রুয়ারি ২০২১, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে
মোঃ তাসলিম উদ্দিন সরাইল( ব্রাহ্মণবাড়িয়া)বীর মুক্তিযোদ্ধের অন্যতম সংগঠক উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ব্রাহ্মণবাড়িয়া সরাইলে বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল হালিমের মৃত্যুতে শোক সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(৯ ফেব্রুয়ারি) দুপুর ২ টায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে সরাইল উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ শোক সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ ইসমত আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সরাইল-আশুগঞ্জ আসনের সাবেক সাংসদ এডঃ জিয়াউল হক মৃধা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডিপুটি কমান্ডের বীর মুক্তিযোদ্ধা মোঃ আনোয়ার হোসেনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,সরাইল উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রফিক উদ্দিন ঠাকুর,উপজেলা আওয়ামীলীগ কমিটির আহবায়ক এডঃ মোঃ নাজমুল হোসেন,সরাইল সরকারি কলেজের অধ্যক্ষ মৃধা আহমুদুল কামাল,আশুগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ হানিফ মুন্সী,উপজেলা মহিলা ভাইস- চেয়ারম্যান মোছাঃ রোকেয়া বেগম, সদর ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার, ব্রাহ্মণবাড়িয়া জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডিপুটি কমান্ডার গাজী রতন মিয়া, বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আব্দুর রাশিদ, এডভোকেট কামরুজ্জান আনছারি,অরুয়াইল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ ইকবাল হোসেন, এডভোকেট সৈয়দ তানভীর হোসেন কাউছার, মরহুমের সন্তান এডভোকেট হুমায়ুন কবির, চুন্টা ইউপি চেয়ারম্যান শেখ হাবিবুর রহমান,নোয়াগাঁ ইউপি সাবেক চেয়ারম্যান মোঃ মনসুর আলি,মোঃ তফছির আহমেদ, আওয়ামীলীগ নেতা মোঃ মাহফুজ আলী, মোঃ ইকবাল হোসেন, যুবলীগ নেতা মোঃ বিলাল, সাবেক উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ আফিজুর রহমান সিজার,মোঃ মোফিজুর রহমান রনি প্রমুখ।বক্তারা বলেন মহান মুক্তিযুদ্ধে মুক্তিযোদ্ধা আব্দুল হালিম দেশকে স্বাধীন করার জন্য যে সাহসী ভূমিকা রেখেছেন তা চিরস্মরনীয় হয়ে থাকবে। তিনি জীবদ্দশায় দেশ,সমাজও ধর্মীয় মূল্যবোধ প্রতিষ্ঠায় যে অসামান্য কৃতিত্ব দেখিয়েছেন তা তরুন প্রজন্মের জন্য অনুসরনীয় হয়ে থাকবে।আলোচনা সভা শেষে অনুষ্ঠিত মিলাদ মাহফিলে এলাকার বিভিন্নস্থরের নেতৃবৃন্দসহ সাধারন গ্রামবাসী ও গন্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করে মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন।
উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম ২০২১ সালের ২১ জানুয়ারি বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় ঢাকা বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। শোকসভায় কোরআন তালাওয়াত করেন,হাফেজ মোঃ কাউছার আহমেদ,
আপনার মন্তব্য লিখুন