সড়ক দুর্ঘটনায় আহত শারিরীক প্রতিবন্ধী চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু
বার্তা সম্পাদক প্রকাশিত: ১১:২৭ অপরাহ্ণ , ৭ ফেব্রুয়ারি ২০২১, রবিবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে
মোঃনিয়ামুল আকন্ঞ্জি, ব্রাহ্মণবাড়িয়া হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় সড়ক দুর্ঘটনায় আহত জালাল(৩২) নামের এক শারীরিক প্রতিবন্ধীর মৃত্যু হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মেডিসিন বিভাগে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
রবিবার(৭ ফেব্রুয়ারী) বিকেলে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
নিহত জালাল বিজয়নগর উপজেলার চর-ইসলামপুর ইউনিয়নের ইসলামপুর গ্রামের আরজু মেম্বার বাড়ির তাহের মিয়ার ছেলে।হবিগঞ্জ চুনারুঘাট বাজারের একটি সেলুনের দোকানে কাজ করতেন।
হাসপাতাল ও পরিবার সূত্রে জানা গেছে, গত শুক্রবার জুম্মার নামাযের পর চুনারুঘাট থেকে মাধবপুর ফেরার পথে চুনারুঘাট
বাজারের দক্ষিন পাশের ঢাকা-সিলেট মহাসড়কে সিএনজি-ট্রাক সংঘর্ষ হয়। তখন জালাল সিএনজি থেকে রাস্তায় পড়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চুনারুঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যান৷ রাতে তার অবস্থা সংকটাপন্ন হওয়ায় পরিবারের লোকেরা তাকে উন্নত চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে এনে ভর্তি করায়৷ শনিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় জালাল মারা যায়।
এ ব্যাপারে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আব্দুর রহিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ময়নাতদন্ত পর আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।
আপনার মন্তব্য লিখুন