১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

EN

ব্রাহ্মণবাড়িয়া রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের পরিচালককে মারধরের অভিযোগ।।

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১১:৫১ অপরাহ্ণ , ৭ ফেব্রুয়ারি ২০২১, রবিবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে

মো.আজহার উদ্দিন, স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া।।
ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের পরিচালক মোশাররফ হোসেন(৪৮) নামের একজনকে মারধর করার অভিযোগ উঠেছে।

রবিবার(৭ ফেব্রুয়ারী) সকাল ৯টার দিকে শহরের কাউতলী জননী স্টান টাওয়ার গ্রাউন্ড ফ্লোরে এ হামলার ঘটনা ঘটে।

ওই হামলায় তার ডান হাত ভেংগে গেছে। বর্তমানে সে সদর হাসপাতালে ভর্তি রয়েছে।

আহত মোশাররফ হোসেন আখাউড়া উপজেলার পৌর শহরের কলেজপাড়ার মৃত আবুল হোসেনের ছেলে। সে জেলা শহরের কাউতলী ইঞ্জিনিয়ার বাছিরে ৪তলা বাসায় ভাড়া থাকেন৷ মোশাররফ রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাকালীন পরিচালক।

আহত মোশাররফ জানান, একবছর আগে জননী স্টান টাওয়ারে শেয়ারের জন্য কাউতলী মৃত মোহন মিয়ার ছেলে হুমায়ুনকে ত্রিশ লক্ষ ৫০হাজার টাকা দেওয়ার কথা ছিল। কিন্তু তার কাছ থেকে হুমায়ুন ৩৭লক্ষ টাকা নেন। হুমায়ুন বাকি সাড়ে ৬লক্ষ টাকা ফেরত দেওয়ার কথা থাকলে টাকার ফেরত দিতে রাজী হয়নি। একাধিকবার টাকা চেয়েও মোশাররফ ওই টাকা পাইনি। আজকে গোলাপ নামের একজন ওয়াইডিং মিস্ত্রি জননী স্টান টাওয়ার থেকে মাল্টিপ্লাগ দিয়ে পাশের বিল্ডিংয়ে কারেন্ট নিতে চাইলে মোশাররফ না করেন৷ এর জের ধরে গোলাপ ও হুমায়ুন রট দিয়ে পিটিয়ে মোশাররফকে আহত করেন।

তখন ওই বিল্ডিংয়ের শেয়ার হোল্ডার তাহের মিয়া তাকে আহত অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যান। পরে তাকে প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতালে ভর্তি করা হয়৷

তবে মোশাররফকে একাধিকবার হামলার চেষ্টার কারনে সদর মডেল থানায় হুমায়ুন এর বিরুদ্ধে মোশাররফ একটি সাধারণ ডায়েরি করেছিলেন।
তাছাড়া ওই ব্রাহ্মণবাড়িয়া রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের হোস্টেলের ভাড়া নিয়ে হুমায়ুন এর সাথে একাধিকবার ঝামেলা হয়েছে।

এব্যাপারে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুর রহিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, একজন পিটিয়ে আহতের ঘটনায় একটি অভিযোগপত্র পেয়েছি। তদন্ত সাপেক্ষে অভিযুক্ত বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

আরও পড়ুন