১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

EN

বিজয়নগর মাদক পরিবহন না করায় অটোরিকশা চালককে মারধরের অভিযোগ

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১১:৩৫ পূর্বাহ্ণ , ৭ ফেব্রুয়ারি ২০২১, রবিবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ঃ ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় গাঁজা ও ইয়াবা ট্যাবলেট চালান পরিবহন না করায় হাসেন মিয়া(৩৫) নামের এক অটোরিকশা চালককে মারধরের অভিযোগ পাওয়া গেছে।

শনিবার(৬ ফেব্রুয়ারী) দুপুর ২টার দিকে বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের সেজামুড়া রাস্তার পূর্ব পাশে এ ঘটনা ঘটে।

আহত হাসেন মিয়া উপজেলার পাহাড়পুর ইউনিয়নের সেজামুড়া উত্তর-পূর্ব পাড়ার আব্দুল আওয়াল ছেলে।

আহতের চাচা সাব উদ্দিন বলেন, গত শনিবার সকাল ৯টার দিকে হাসেন অটোরিকশা নিয়ে বের হয়৷ সে সেজামুড়া ও কদমতলী রোডে অটোরিকশা চালাতো৷ ওইদিন দুপুর দেড়টার সেজামুড়া এসকে হুমায়ুন কবির প্রাথমিক বিদ্যালয়ের পাশ থেকে ভাড়ার কথা বলে বজলু মিয়ার ছেলে মাদক ব্যবসায়ী কবিরের বাড়িতে নিয়ে যায়। পরে হাসেন জানতে পারে যে, তার অটোরিকশা দিয়ে ২কেজী গাঁজা ও ১হাজার পিস ইয়াবা ট্যাবলেট চালান নিবে কবির। এসব মাদকদ্রব্য নিতে রাজী হয়নি বলে, সেজামুড়া গ্রামের চিহ্নিত মাদক ব্যবসায়ী কবিরের ভাই জাহাঙ্গীরসহ ৪-৫ জন লোক হাসেনকে তুলে নিয়ে বেধড়ক মারধর করেন৷ পরে হাসেনকে অজ্ঞান অবস্থায় পরিবারের লোকেরা উদ্ধার করেন। বিকেলে তাকে ব্রাহ্মণবাড়িয়া ২৫০শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়৷

এ ব্যাপারে বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান বলেন, আহতের চাচা সাব উদ্দিনের মাধম্যে অভিযোগ পেয়েছি। তবে মাদক সংক্রান্ত বিষয় নিয়ে আমাদের কাছে অনেক অভিযোগ আসে। তা কতটুকু সত্য ঘটনাস্থল পরিদর্শন না করে কিছুই বলা যাচ্ছে না। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যাবস্থা নেয়া হবে।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

আরও পড়ুন