১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

EN

নিখোঁজের ৪ মাস পর ছেলের লাশ নিতে এলেন বাবা

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৯:০১ অপরাহ্ণ , ৭ ফেব্রুয়ারি ২০২১, রবিবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে

মোঃনিয়ামুল আকন্ঞ্জি,ব্রাহ্মণবাড়িয়া নিখোঁজের ৪মাস পর, অবশেষে খাইরুল মিয়া(২৪) নামের এক মানসিক প্রতিবন্ধী সন্ধান পাওয়া গেছে। তবে জীবত না, ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে প্রতিবন্ধী লাশের সন্ধান পেয়েছেন তার পরিবার।রবিবার(৭ ফেব্রুয়ারী) বিকেলে সদর হাসপাতাল মর্গ থেকে ছেলের লাশ নিতে এসে জানান আবুল হোসেন।

খাইরুল মিয়া নবীনগর উপজেলার কাইতলা ইউনিয়নের গোয়ালী গ্রামের সরকার পাড়ার আবুল হোসেনের ছেলে।খাইরুলের বাবা আবুল হোসেন বলেন, খাইরুল মানসিক প্রতিবন্ধী ছিল। গত ৪ মাস যাবত খাইরুল নিখোঁজ ছিল। গত শুক্রবার রাতে জেলা শহরের মুক্ত মঞ্চের পাশ থেকে কয়েকজন যুবক খাইরুলকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করায়। তারপর ছেলের খোঁজ পেয়ে হাসপাতাল যায়। রাতে হাসপাতালের মেডিসিন বিভাগে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

হাসপাতাল ও উদ্ধারকারী সূত্র জানা যায়, শুক্রবার রাতে শহরের মুক্ত মঞ্চের পাশে খাইরুলকে কে বা কারা কেরি পোকা মারার ট্যাবলেট খাওয়ায় দেন। পরে তারা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম বলেন, একটি ছেলে কেরি পোকা মারার ট্যাবলেট খেয়ে মারা গেছেন বলে জানতে পেরেছি। ময়নাতদন্তের জন্য খাইরুলের লাশ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

আরও পড়ুন