১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

EN

সরাইলে পৌঁছালো করোনার টিকা,দেওয়া হবে ৬ হাজার মানুষকে

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৮:৩৮ অপরাহ্ণ , ৬ ফেব্রুয়ারি ২০২১, শনিবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে

বহুল প্রতীক্ষিত করোনা ভাইরাসের প্রথম ধাপের ৬ শত ভ্যাকসিন সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছেছে। শনিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোঃ নোমান মিয়া ভ্যাকসিনগুলো রিসিভ করেন। এ সময় ৬-শতটি ভায়াল স্বাস্থ্য কমপ্লেক্সের ইপিআই ষ্টোরে সংরক্ষিত করা হয়েছে। প্রতিটি ভায়াল থেকে ১০ জনকে ভ্যাকসিন দেওয়া যাবে। ভ্যাকসিন গ্রহণের সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, সরাইল উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রফিক উদ্দিন ঠাকুর,সরাইল উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুল হক মৃদুল, সরাইল অফিসার ইনচার্জ( ওসি) এ এম এম নাজমুল আহমেদ,উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ সুমন মিয়া, ডা,শামীমা ইয়াসমিন,ডা, নাইমা চৌধুরী,
সরাইল উপজেলা রিপোর্টার্স ইউনিটি সাধারণ সম্পাদক মোঃ তাসলিম উদ্দিন,মেডিক্যাল টেকনোলজী ইপিআই কর্মকতা মোঃ আল আমিন, স্টোর কিপার মোঃ ইসমাইল মিয়া প্রমুখ।
সরাইল উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.মোঃ নোমান মিয়া বলেন,১৮ বছরের কম বয়সী, গর্ভবতী মহিলা, সন্তানদের দুধ পান করান এমন মা, যাদের অনিয়ন্ত্রিত ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ আছে তারা ভ্যাকসিন দিতে পারবেন না। এছাড়া ৫৫ বছরের ঊর্ধ্বে থাকা সকল নাগরিক রেজিস্ট্রেশনের মাধ্যমে ভ্যাকসিন দিতে পারবেন।তিনি আরো বলেন,সরকার ঘোষিত সম্মুখযোদ্ধা, হাসপাতাল ও মাঠ পর্যায়ে সকল স্বাস্হ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কর্মচারিবৃন্দ, প্রশাসনে’র পুলিশ,মুক্তিযোদ্ধা,গণমাধ্যম কর্মী ও ৫৫ বছরের ঊর্ধ্বে যাদের বয়স তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে ভ্যাকসিন দেওয়া হবে। সেজন্য সবাইকে সুরক্ষা অ্যাপসে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। আগামী রবিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভ্যাকসিনের প্রথম ডোজ দেওয়ার মাধ্যমে কার্যক্রম উদ্বোধন করা হবে। আট সপ্তাহ পর দ্বিতীয় ডোজ দেওয়া হবে।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

আরও পড়ুন