১২ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

EN

শিক্ষাবিদ পলাশবাড়ীর অধ্যক্ষ হাসান আজিজুর রহমান আর নেই স্থানীয় এমপিসহ বিভিন্ন মহলের শোক

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১০:৩১ পূর্বাহ্ণ , ৬ ফেব্রুয়ারি ২০২১, শনিবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে

আশরাফুল ইসলাম গাইবান্ধা গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার বিশ্রাম গাছি গ্রামের কৃতি সন্তান ষাটের দশকের অন্যতম কবি,গীতিকার,রংপুর বেতারের শিল্পী,সাহিত্য জগতের নক্ষত্র, সাংস্কৃতিক ব্যক্তিত্ব,লেখক, পলাশবাড়ী বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা সংগঠক, ধাপেরহাট মণিকৃষ্ণ সেন ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ হাসান আজিজুর রহমান ৫ ফেব্রুয়ারী শুক্রবার অসুস্থতা জনিত কারনে ঢাকায় একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজেউন)।তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে ও শোকাহত পরিবারের প্রতিবেদনা জ্ঞাপন করেছেন স্থানীয় সংসদ সদস্য ও বাংলাদেশ কৃষকলীগের সাধারণ সম্পাদক এ্যাড উম্মে কুলসুম স্মৃতি এমপি।

সর্বজন শ্রদ্বেয় ব্যক্তিত্ব,বিশিষ্ট কবি, সাহিত্যিক,গীতিকার, সুরকার, মুক্তিযুদ্ধ ও পলাশবাড়ী বিশ্ব সাহিত্য কেন্দ্রের সংগঠক, অধ্যক্ষ হাসান আজিজুর রহমান স্যারের মৃত্যুকালে বয়স হয়েছিলো ৯০ বছর । হাসান আজিজুর রহমান স্যার পলাশবাড়ী উপজেলার মহদীপুর ইউনিয়নের বিশ্রামগাছী গ্রামের বাসিন্দা। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, তিন মেয়ে, নাতি নাতনি সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

৬ ফেব্রয়ারী শনিবার সকাল ১১টায় পলাশবাড়ী এসএম মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে নামাজে জানাযা অনুষ্ঠিত হবে।

তার মৃত্যুতে গভীর শোক ও মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনাসহ পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি প্রদান করেছেন পলাশবাড়ী প্রেসক্লাব সভাপতি রবিউল ইসলাম পাতা,সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রতন সহ-সভাপতি ফেরদাউছ মিয়া,ছাইদুর রহমান প্রধান, নুরুল ইসলাম,মশফিকুর রহমান মিলটন, সহ-সাধারণ সম্পাদক মাসুদার রহমান মাসুদ, সিরাজুল ইসলাম শেখ, আশরাফুজ্জামান সরকার, নুর মহব্বত,সাংগঠনিক সম্পাদক হাসিবুর রহমান স্বপন, সহ-সাংগঠনিক সম্পাদক মোমেনুর রশিদ সাগর, কোষাধ্যক্ষ আব্দুর রাজ্জাক, দপ্তর সম্পাদক রবিউল ইসলাম, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক বিদুষ রায়, সমাজসেবা বিষয়ক সম্পাদক সোহেল রানা, প্রচার সম্পাদক আঃ মান্নান শেখ রানা, আইন বিষয়ক সম্পাদক আবিদুর রহমান সবুজ,ক্রীড়া সম্পাদক মতিউর রহমান লাভলু,ধর্ম বিষয়ক সম্পাদক আশরাফুজ্জামান শাহীন, কার্যকরী সদস্য ফজলুল হক দুদু, শাহ আলম সরকার, শহিদুল ইসলাম, আশরাফুল ইসলাম, আল মাহমুদুজ্জামান, সরকার লুৎফর রহমান, সদস্য আমিরুল ইসলাম, উত্তম কর্মকার,আরিফ উদ্দিন, ফজলার রহমান, শাহারুল ইসলাম, শাহজাহান ভুলু,আল কাদরি কিবরিয়া সবুজ, কাজী নজরুল ইসলাম, মিলন মন্ডল, মাসুদ রানা, ফেরদৌস রহমান, আসলাম আলী ও জাহাঙ্গীর আলম সবুজ প্রমূখ।

মৃত্যুকালে তিনি তিন মেয়ে ও এক ছেলে ও স্ত্রীসহ অনেক গুণ গ্রাহী রেখে গেছেন। তার জীবনী আলোকপাত করলে শেষ করা যাবেনা।খুব কাছে থেকে যারা তাকে দেখেছেন সেই মানুষ গুলো বলেন, সদাহাস্যজ্বল ও সাদা মনের মানুষ ছিলেন তিনি। তিনি এলাকায় অনেক শিক্ষা প্রতিষ্ঠান সহ বেশ কিছু সমাজ সেবা মূলক কাজের সাথে সম্পৃক্ত ছিলেন।তার লেখা অনেক বই প্রকাশিত হয়। এলাকায় তিনি ছিলেন সর্বজন শ্রদ্ধেয় একটি নাম হাসান স্যার।সকলেই তাকে স্যার হিসেবে সম্মোধন করেছেন। লক্ষ লক্ষ ছাত্র আছে তাঁর দেশে ও বিদেশে। আছে অনেক শুভাকাঙ্ক্ষীও।তিনি সবাইকে সৎ ভাবে চলার পরামর্শ দিতেন। এবং নিজে সৎ ভাবে জীবন যাপন করেছেন। তিনি পলাশবাড়ী উপজেলার স্বনামধন্য স্কুল, শিশু কানন স্কুল ও কলেজ এর প্রতিষ্ঠাতা ও পরিচালক ছিলেন। তিনি বিষ্ণুপুর বেনি মাধব সেন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক ছিলেন, পলাশবাড়ি সরকারি কলেজ এর সাবেক প্রভাষক ছিলেন।পলাশবাড়ী পিয়ারী উচ্চ বালিকা বিদ্যালয়ের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাঁর অবদানের জন্য আজ পলাশবাড়ীবাসি বিশ্ব সাহিত্য কেন্দ্রে বসে সাংস্কৃতিক অনুষ্ঠান ও বই পড়ে জ্ঞান অর্জন করার সুযোগ পায়। সবার প্রিয় এ মানুষটি এ ভাবে চলে যাওয়ায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। পরিবারের পক্ষ থেকে দোয়া চাওয়া হয়েছে। আল্লাহ পাক যেন তাকে জান্নাতুল ফেরদৌসের মেহমান বানিয়ে নেন সে দোয়া সর্বস্তরের মানুষের।

এদিকে পৃথক পৃথক ভাবে গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান ,উপজেলা প্রশাসন,পৌর মেয়র গোলাম সরোয়ার প্রধান বিপ্লব,উপজেলা আওয়ামীলীগ ওসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ,অন্যান্য রাজনৈতিক দল,উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, সম্মিলিত সাংস্কৃতিক জোট,শিল্পকলা একাডেমি,,গাইবান্ধা জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন,সামাজিক সংগঠন সমূহ,শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

আরও পড়ুন