১২ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

EN

পলাশবাড়ীতে শশুরের কিলঘুষিতে ঘর জামাইয়ের মৃত্যু

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১০:২৫ পূর্বাহ্ণ , ৬ ফেব্রুয়ারি ২০২১, শনিবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে

আশরাফুল ইসলাম গাইবান্ধা :শশুরের কিলঘুষিতে জামাইয়ের মৃত্যু হয়েছে । গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের বেঙ্গুলিয়া গ্রামে ৫ ফেব্রুয়ারী শুক্রবার বাদ মাগরিব এ ঘটনায় আনছার আলী (৫০ ) মৃত্যু হয়। সে পীরগঞ্জ উপজেলার ষোলাগাড়ী গ্রামের আজগর আলীর ছেলে। নিহত ব্যক্তি ৬ সন্তানের জনক।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত ব্যক্তি বিয়ের পর হতে বেঙ্গুলিয়া গ্রামে শশুরবাড়ীতে ঘর জামাই হিসাবে জামাই আনছার আলী ও তার স্ত্রী হামিদা বেগম ৬ জন সন্তান কে নিয়ে বসবাস করতো। নিহত আনছার আলীর শশুর পলাশবাড়ী উপজেলার বেঙ্গুলিয়া গ্রামের মৃত জয়েন উদ্দিনের ছেলে চান মিয়া । সে গত কয়েক দিন আগে আনছারের এক ছেলেকে নিয়ে ঢাকা কাজ করার জন্য যায়। কাজ হতে ফিরে নাতীর শ্রমের কোন টাকা না দেওয়ায় এ বিষয়ে কথা কাটাকাটির একপর্যায়ে শুক্রবার সকালে শশুর চান মিয়া তার ঘর জামাই আনছার আলীকে কিলঘুষি মেরে ছেলা ফুলা জখম করে এরপর উপজেলা স্বাস্ত্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এরপর থানা পুলিশকে খবর দিলে নিহতের মরদেহ উদ্ধার করে থানা নিয়ে আসে পলাশবাড়ী থানা পুলিশ তবে এঘটনায় কে এখনো গ্রেফতার বা আটক হয়নি বলে থানা সূত্রে জানা যায়।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

আরও পড়ুন