১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

EN

নতুন প্রজন্মকে সুশিক্ষিত সুনাগরিক করার স্বপ্নপূরণে শিক্ষা প্রতিষ্ঠান করেছিলাম।। সাফল্যধারায় আমি সুখী — লায়ন ফিরোজুর রহমান ওলিও

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১২:২১ পূর্বাহ্ণ , ৫ ফেব্রুয়ারি ২০২১, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে

নিজস্ব প্রতিবেদকঃ ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী লায়ন ফিরোজুর রহমান রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজ সাফল্যের ধারায় ১৮ বছর অতিক্রম করছে। এ উপলক্ষে পহেলা ফেব্রুয়ারি ২০২১ সোমবার সকাল সীমিত পরিসরে সুলতানপুরস্থ ইয়াকুব নগরস্থ লায়ন ফিরোজুর রহমান স্কুল এন্ড কলেজে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান হয়েছে। এ অনুষ্ঠানে এই শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা চেয়ারম্যান লায়ন ফিরোজুর রহমান ওলিও প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়ে সংবর্ধনা দেয়া হয়। এ সময়ে আলোচনা সভায় প্রতিষ্ঠানের অধ্যক্ষ নিয়াজ মোঃ কাজল- এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠাতা লায়ন ফিরোজুর রহমান ওলিও। আল আমীন শাহীনের সঞ্চালনায় বক্তব্য রাখেন মোঃ হাবিবুল্লাহ,রীনা দাস সহ কলেজ ও স্কুল শাখার ছাত্রছাত্রীরা। স্বস্তিকা দাসের পরিচালনায় সাংস্কৃতিক পর্বে মহান ভাষা আন্দোলনের এ মাসে ভাষা শহীদ, মহান মুক্তিযুদ্ধের ত্যাগীদের স্মরণ, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মরণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রমের উদ্বোধক প্রতিষ্ঠাতার মাতা শেখ আমিরুন্নেসা ইয়াকুবের প্রতি শ্রদ্ধা নিবেদন করে কবিতা সহ দেশাত্মবোধক গান ও প্রতিষ্ঠানের প্রয়াত অধ্যক্ষ একে এম হারুনুর রশীদ রচিত প্রতিষ্ঠান সঙ্গীত গভীর শ্রদ্ধায় পরিবেশন করা হয়। অনুষ্ঠানে অনূভ’তি ব্যক্ত কালে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা চেয়ারম্যান লায়ন ফিরোজুর রহমান ওলিও বলেন, গ্রামীণ জনপদের নতুন প্রজন্মকে সুশিক্ষিত ও সুনাগরিক হিসেবে দেশের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার স্বপ্ন পূরণের জন্য এই শিক্ষা প্রতিষ্ঠান করেছিলাম। আমি অত্যন্ত আনন্দিত এখন এই প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা ডাক্তার ইঞ্জিনিয়ার সহ সরকারী বেসরকারী পর্যায়ে বিভিন্ন ক্ষেত্রে দায়িত্ব পালন করছে। তিনি বলেন একটি জাতিকে উন্নত করতে হলে শিক্ষা অপরিহার্য। তাই আমি ব্যক্তিগত উদ্যোগে এই প্রতিষ্ঠান করতে পেরে মনে এখন সুখ পাই। মানুষ মরণশীল, একদিন সবাইকে চলে যেতে হবে , এই শিক্ষা প্রতিষ্ঠানের অনন্য গতিময়তা কামনা করি। এই প্রতিষ্ঠানের সকল ছাত্রছাত্রীকে আমি শুধু নই আমার পরিবার নিজের মনে করেছে করবে। তিনি শিক্ষা প্রতিষ্ঠানের শুরু থেকে এ পর্যন্ত যাঁরা সংশ্লিস্ট ছিলেন সকলকে ধন্যবাদ জানান এবং প্রয়াতদের গভীর শ্রদ্ধায় স্মরণ করেন। আগামী দিনে এই প্রতিষ্ঠানের সাফল্যধারা বজায় রাখতে তিনি শিক্ষক ছাত্রছাত্রীদের প্রতি আহবান জানান।অনুষ্ঠান শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন এনামুল হক চৌধুরী। শুরুতেই জাতীয় সঙ্গীত একুশের গান সহ দেশাত্ববোধক গান পরিবেশিত হয়। সব শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেককাটা হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

আরও পড়ুন