১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

EN

সফল রাজনীতিবিদ পদক পেলেন আওয়ামীলীগ নেতা হাজী আবু তালেব

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৮:৫৮ অপরাহ্ণ , ৪ ফেব্রুয়ারি ২০২১, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে

মোঃ তাসলিম উদ্দিন সরাইল( ব্রাহ্মণবাড়িয়া)
ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার অরুয়াইল ইউনিয়ন আওয়ামীলীগে’র সভাপতি ও অরুয়াইল বাজার কমিটির সাধারণ সম্পাদক হাজী আবু তালেব মিয়া’কে জাতীয় উওরণী সংসদ পদক পেয়েছেন।
গত (১ ফেব্রুয়ারি) চট্টগ্রাম সুপ্রভাত সেমিনার হলে সকালে জাতীয় উওরণী সংসদ এর আয়োজনে
ইউনিয়ন পর্যায়ে সফল রাজনীতিবিদ পদক” ২০২১ ”
অনুষ্ঠানের মাধ্যমে তাঁর হাতে এ সম্মাননা পদকও সনদপত্র তুলে দেন ।জানাযায়, করোনাকালীন মহা দুর্যোগের সময় তৃণমূল রাজনীতি ও সামাজিক কর্মকান্ডে বিশেষ অবদানের জন্য সরাইল উপজেলার অরুয়াইল ইউনিয়ন আওয়ামীলীগে’র সভাপতি হাজী আবু তালেব মিয়া’কে জাতীয় উত্তরণী সংসদ আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত অতিথি বৃন্দগণ সম্মাননা পদক ও সনদপত্র প্রদান করেন।করোনা মহামারীর সময় অরুয়াইলের তৃণমূলের আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীদেরকে সঙ্গে নিয়ে সরকারের পাশাপাশি ব্যক্তিগত উদ্যোগেও রেখেছেন অসামান্য ভূমিকা। জনগণের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে তিনি বাজারে লিফলেট জনসাধারণের মাঝে বিতরণ করেছেন। এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্হানে মাস্ক বিতরণ সচেতনতামূলক প্রচার চালিয়েছেন। তিনি নিজ উদ্যোগে খেটে খাওয়া মানুষের মাঝে স্বাস্থ্য সুরক্ষায় সাবান ও মাস্ক বিতরণ করেছেন। উপজেলায় লকডাউন ঘোষণা করার পর শ্রমজীবী মানুষ ঘরবন্দি হয়ে পড়ে হাওড় অঞ্চলের জনগণ। এ সময় তিনি তার নিজ উদ্যোগে অরুয়াইল ইউনিয়নের হত হতদরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন। এ সময় জনগণের পাশে থাকার জন্য তৃণমূলের রাজনীতি ও সামাজিক কর্মকান্ডে বিশেষ অবদানের জন্য, ইউনিয়ন পর্যায়ে সফল রাজনীতিবিদ পদক তুলে দেন জাতীয় উওরণী সংসদ।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

আরও পড়ুন