মৃত্যুর পর তাকে পোড়াবে নাকি কবর দেবে??
বার্তা সম্পাদক প্রকাশিত: ১২:০৫ পূর্বাহ্ণ , ৪ ফেব্রুয়ারি ২০২১, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি।। গত ছয় বছর যাবৎ হিন্দু ধর্মাম্ববলী এক প্রতিবন্ধীকে লালন পালন করছেন আপতাফ আহমেদ স্বপন মিয়া। স্বপন মিয়া সরাইল উপজেলার পাকশিমুল ইউনিয়নের পাকশিমুল গ্রামের মৃত ইসলাম উদ্দিনের ছোট ছেলে। তিনি পাকশিমুল বাজারে গ্যাস সিলিন্ডারের ব্যবসা করেন।
স্বপন মিয়া বলেন, এই হিন্দু প্রতিবন্ধী লোকটা গত ৬ বছর যাবৎ অসুস্থ। তার কেউ নাই। হিন্দু সমাজের কেউও তার ভরণ পোষণের দায়িত্ব নিতে চাচ্ছে না। তাই নিরুপায় হয়ে তার খাবার- দাবার, কাপড় -চোপড়, চিকিৎসার টাকাসহ যাবতীয় খরচ আমাকেই বহন করতে হচ্ছে। অনেকেই বলছে তাকে কোথাও ফেলে দিয়ে আসতে। মানবিক দিক চিন্তা করে আমার কষ্ট হলেও তার ভরণ পোষণ করছি, চিকিৎসা করাচ্ছি। গত এক মাসে তার চিকিৎসায় ৪০ হাজার টাকা খরচ হয়েছে। তার দুটি কিডনিই নষ্ট হয়ে গেছে।
স্বপন মিয়া আরো বলেন, বর্তমানে লোকটার শারীরিক অবস্থা খুব খারাপ। আমরা অরুয়াইল হিন্দু সমাজের নেতাদের কাছে গিয়েছিলাম, তারা তার দায়িত্ব নিতে রাজি নয়। এখন সে মারা গেলে কি করবো? সে তো হিন্দু। পোড়াবো নাকি কবর দেবো?
অরুয়াইল হিন্দু সম্প্রদায়ের নেতা মাষ্টার গোপাল গোপ বলেন, আমরা শুনেছি সে মুসলমান হয়ে গেছে।
আমরা এখন কি করবো? বনিয়ারটেক তার বাড়ি। বাপের নাম কাছু দাস। ভাইয়ের নাম রাখাল দাস। এরা কেউ নাই। তার আর কোন আত্মীয় স্বজন আছে কিনা খোঁজ নিয়ে দেখেন।
আপনার মন্তব্য লিখুন